ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - শিল্প কারখানা স্থাপন করা গেলে এলাকায় কর্মসংস্থান সৃষ্টি হবে -পরিবেশ ও বনমন্ত্রী

শিল্প কারখানা স্থাপন করা গেলে এলাকায় কর্মসংস্থান সৃষ্টি হবে -পরিবেশ ও বনমন্ত্রী

ভান্ডারিয়া প্রতিনিধি >>
জাতীয়পার্টি জেপি চেয়ারম্যান, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, বর্তমান সরকার দারিদ্রতা এবং অভাবকে মোকাবেলা করে দেশের উন্নয়ন করেছে। বর্তমানে দেশে চাকরীর অভাব রয়েছে । তবে এলাকায় শিল্প কারখানা স্থাপন করা হলে কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং চাকরীর অভাব দূর হবে।
তিনি বলেন, আগামী প্রজন্মকে মনে রাখতে হবে ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতার অপব্যবহার করা উচিত নয়। সাধারণ মানুষ যেন অত্যাচারিত এবং নির্যাতিত না হয়।
তিনি শনিবার বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পূর্ব ভান্ডারিয়া বাইতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার নব নির্মিত ভবন এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সমাবেশে মাদ্রাসার প্রতিষ্ঠাতা জাকির হোসেন নিজাম মিয়ার সভাপতিত্বে সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, উপজেলা নির্বাহী অফিসার শাহীন আক্তার সূমী, উপজেলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দারসহ এলাকার বিভিন্ন স্তরের হাজারো মানুষ উপস্থিত ছিলেন।
পরে মুক্তিযুদ্ধের ৯নং সাব সেক্টর কমান্ডার সদ্য প্রয়াত মেজর জিয়া উদ্দিনের রুহের মাগফিরাত কামনা করে এবং মাদ্রাসার উন্নতি ও সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালানা করেন মাওলানা আবুল কাশেম।
সন্ধ্যায় মন্ত্রী বরিশাল-ঝালকাঠী-ভান্ডারিয়া-পিরোজপুর সড়কের ৪৩তম কি.মি পোনা নদীর ওপর পিসি গার্ডার সেতুর নির্মান কাজের উদ্বোধন উপলক্ষে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...