ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ার কাছিছিঁড়া-বেতমোর বেহাল সড়ক মানসম্মত মেরামতে জেলা প্রশাসক ও জেলা পরিষদ চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা

মঠবাড়িয়ার কাছিছিঁড়া-বেতমোর বেহাল সড়ক মানসম্মত মেরামতে জেলা প্রশাসক ও জেলা পরিষদ চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা

মোস্তাফিজ বাদল >>

পিরোজপুরের মঠবাড়িয়ার কাছিছিঁড়া – বেতমোর বেহাল সড়ক মেরামতের জন্য জেলা প্রশাসক মো. খায়রুল অালম সেখ ও জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে মঠবাড়িয়া সিটিজেন জার্নালিজম গ্রুপ।

কাছিছিঁড়া টু বেতমোর সড়কটির কিছু অংশ প্রায় অাট বছর আগে প্রথম কার্পেটিং করার পর বেহাল সড়কটি আর মেরামতের ছোঁয়া পায়নি। সড়কটি বড় বড় খানাখন্দে মানুষের পায়ে চলাও দু:সাধ্য হয়ে পড়েছিল। এ সড়কে জনসাধারণ চরম দুর্ভোগের শিকার হয়ে আসছিলেন।

জনগুরুত্বপূর্ণ এ সড়কের দুর্দশা চিত্র কতিপয় তরুণ সামাজিক সাইট মঠবাড়িয়া সিটিজেন জার্নালিজম গ্রুপের মাধ্যমে তুলে ধরেন পিরোজপুর জেলা প্রশাসক মহোদয়ের নিকট। এতে মাননীয় জেলা প্রশাসক ও জেলা পরিষদ চেয়ারম্যানের সুদৃষ্টি কামনা করা হয়।

জনগুরুত্বপূর্ণ এ বিষয়ে কর্পক্ষ সাড়া দিলে রাস্তাটি মেরামতের জন্য দরপত্র আহ্বান করা হয়। ঠিকাদার মেরামত কাজও শেষ করেন। কিন্তু শিডিউল মোতাবেক যথাযথভাবে কাজ না হওয়ায় সাত দিনের মধ্যে উঠে যেতে শুরু করে পিচ। নিম্নমানের নির্মাণ কাজের কারনে এলাকার মানুষের মধ্যে সৃষ্টি হয় ক্ষোভ ও উত্তেজনা।
গত ২০ জুন বিষয়টি জেলা প্রশাসকের নজরে আনে সিটিজেন জার্নালিজম গ্রুপ নামে স্থানীয় একটি সামাজিক সংগঠন। বিষয়টি অামলে নেন জেলা প্রশাসক। চার-পাঁচ দিনের মাথায় দ্বিতীয় দফায় করা হয় পুনঃমেরামত। কিন্তু হয়নি সেবারও শিডিউল মোতাবেক কাজ। সিটিজেন জার্নালিজম গ্রুপ জেলা প্রশাসককে বিষয়টি আবারও অবহিত করেন। এক মাসের মধ্যে তৃতীয়বার পুনঃমেরামত করা হয় সড়কটি। রাস্তার মেরামত দেখে মানুষ খুশিতে অবাক হয়। এত মজবুত ও সুন্দর মেরামত কাজ নাকি মঠবাড়িয়ায় মানুষ কোনোদিন দেখেনি।
মঠবাড়িয়া সিটিজেন জার্নালিজম গ্রুপ রাস্তাটি সরেজমিনে পরিদর্শন করে বিস্মিত হয় কাজের মান দেখে। জেলা প্রশাসক মো. খায়রুল অালম সেখ ও জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...