ব্রেকিং নিউজ
Home - অপরাধ - প্রতারণার মাধ্যমে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সময় কাঁঠালিয়ায় এক নারী আটক

প্রতারণার মাধ্যমে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সময় কাঁঠালিয়ায় এক নারী আটক

ফারুক হোসেন খান, কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি >>

ঝালকাঠির কাঁঠালিয়ায় চেক বইয়ের পাতা চুরি করে জাল স্বাক্ষর দিয়ে ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে সুমি আক্তার (২৩) নামের এক নারী আটক হয়েছেন। আটকের পর তাকে পুলিশে সোপর্দ করেন ব্যাংক কর্মকর্তারা। আজ বুধবার দুপুরে সোনালী ব্যাংক কাঁঠালিয়া শাখায় এ ঘটনা ঘটে। আটক সুমি উপজেলার হেতালবুনিয়া গ্রামের মো. বাবুল খানের মেয়ে।

পুলিশ জানায়, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিদর্শক আলাউদ্দিন সিকদারের কাঁঠালিয়া সদরের বাসায় ভাড়া থাকেন উপজেলার হেতালবুনিয়া গ্রামের আউয়াল সরদারে ছেলে নাসির উদ্দিন। ঘর মালিকের ব্যাংক হিসাবের চেক বইয়ের একটি পাতা চুরি করেন ভাড়াটিয়া নাসির উদ্দিন। এরপর চেকের পাতায় এক লাখ ২০ হাজার টাকা বসিয়ে বাড়ির মালিকের স্বাক্ষর জাল করে নাসির তার আত্মীয় সুমি আক্তারকে দিয়ে স্থানীয় সোনালী ব্যাংক কাঁঠালিয়া শাখায় পাঠান। আলাউদ্দিন সিকদারের মেয়ে জান্নাতি পরিচয় দিয়ে সুমি টাকা উত্তোলনের চেষ্টা করেন। বিষয়টি ব্যাংক কর্মকর্তাদের সন্দেহ হলে সুমিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

চেকের মালিক আলাউদ্দিন সিকদার জানান, চেকটি চুরি করার সময় বিছানার নিচে থাকা ৪০ হাজার টাকাও চুরি করেছে ভাড়াটিয়া নাসির।

কাঁঠালিয়া থানার এসআই সুলতান মাহমুদ বলেন, “প্রতারক সুমিকে ব্যাংক কর্মকর্তারা পুলিশে সোপর্দ করেছে। প্রতারণার সঙ্গে জড়িত নাসিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে। ”

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...