ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় বেসরকারী শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও সমাবেশ

মঠবাড়িয়ায় বেসরকারী শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও সমাবেশ

মঠবাড়িয়া প্রতিনিধি >>

শিক্ষা জাতীয় করণ ও অবসর ও ৪ শতাংশ বাড়তি অর্থ কর্তন বাতিলের দাবিতে পিরোজপুরের মঠবাড়িয়ায় বেসরকারী কলেজ ও মাধ্যমিক স্কুলের শিক্ষক কর্মচারীরা মানববন্ধন ও সমাবেশে করেছে।
বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি ও বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে আজ বুধবার মঠবাড়িয়া শহীদ মিনার সম্মূখ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে মঠবাড়িয়া উপজেলার ১১ ইউনিয়নের ৮টি কলেজ, ৪৬টি স্কুল ও ৪৮টি মাদ্রাসার সহা¯্রাধিক শিক্ষক-কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধন শেষে, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুর রাশেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, মঠবাড়িয়া মহিউদ্দিন আহম্মেদ মহিলা কলেজের অধ্যাপক ইকতিয়ার হোসেন পান্না, কে.এম লতিফ ইউস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, মিরুখালি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন খান, গুদিঘাটা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মো. মাহফুজল্লাহ, হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমীন, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন, তুষখালী আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আকরামুল ইসলাম, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় সমিতির সাধারণ সম্পাদক মো. মোতালেব হোসেন ও করিম আকন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক যুগল কৃষ্ণ অধিকারী প্রমূখ।

সমাবশে শিক্ষক নেতারা বেসরকারী শিক্ষকদের অবসর ও কল্যাণ ট্রাস্টে ৪ শতাংশ বাড়তি অর্থ কর্তন বাতিলেরসহ অবিলম্বে শিক্ষা জাতীয় করণের দাবি জানান।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...