ব্রেকিং নিউজ
Home - অপরাধ - সাংবাদিক আজমল হক হেলালের মামলা প্রত্যাহার ও আশিক মোহাম্মদের মুক্তি দাবিতে বিএফইউজে ও ডিইউজের বিবৃতি

সাংবাদিক আজমল হক হেলালের মামলা প্রত্যাহার ও আশিক মোহাম্মদের মুক্তি দাবিতে বিএফইউজে ও ডিইউজের বিবৃতি

আজকের মঠবাড়িয়া অনলােইন ডেস্ক >>

দৈনিক সকালের খবরের সিনিয়র রিপোর্টার আজমল হক হেলালের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় আইসিটি অ্যাক্টের ৫৭ ধারায় মামলা দায়েরকৃত মামলা প্রত্যাহার ও ডেইলি অবজারভারের ফটো সাংবাদিক আশিক মোহাম্মদকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নেতৃবৃন্দ।

আজ শনিবার এক যুক্ত বিবৃতিতে বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, ডিইউজে সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী অবিলম্বে আশিক মোহাম্মদের মুক্তি ও তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা এবং আজমল হক হেলালের বিরুদ্ধে আইসিটি অ্যাক্টের ৫৭ ধারায় দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে সাংবাদিকরা নানাভাবে হয়রানি ও নির্যাতিত হচ্ছেন, যা একটি গণতান্ত্রিক সরকারের কাছে মোটেও কাম্য নয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়েরের সময় প্রশাসনকে আরো সতর্ক হওয়ার আহবান জানান।

আগামীকাল রবিবার সকাল ১১টায় ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিক হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে।

সূত্র > কালের কণ্ঠ

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...