ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - সাগরে নিম্নচাপ,উপকূলে টানা বৃষ্টি : সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে নিম্নচাপ,উপকূলে টানা বৃষ্টি : সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

আজকের মঠবাড়িয়া অনলাইন ডেস্ক >>

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপেে উপকূল জুড়ে অবিরাম বৃষ্টিপাত চলছে। এতে রবিবার রাতভর ভর বৃষ্টি ও আজ সোমবার দিনভর টানা বৃষ্টিতে উপকূলীয় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পিরোজপুরের মঠবাড়িয়াসহ উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল অতিবৃষ্টিতে প্লাবিত হয়েছে।

এদিকে নিম্নচাপের প্রভাবে রাজধানী ঢাকাসহ প্রায় সারা দেশেই ভারি ও মাঝারি ধরনের বর্ষণ অব্যাহত রয়েছে। যদিও এটিকে সাধারণ ঘূর্ণিঝড়ের আওতায় আনা হচ্ছে না, তবুও এটি গভীর উদ্বেগের জন্ম দিয়ে খেপুপাড়াসহ বাংলাদেশি উপকূলাঞ্চল দিয়ে ভোর সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে অতিক্রম করেছে।

এই নিম্নচাপের প্রভাবে রাত ও দিনভর একটানা বৃষ্টি হচ্ছে। এর সঙ্গে দমকা হাওয়া ও ভারি বা অতিভারি বৃষ্টি । নিম্নচাপের ফলে সমুদ্র এলাকায় ৩ নম্বর সংকেত দেখাতে বলা হয়। ওই সব এলাকায় নৌযানগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।ভারতীয় সংবাদমাধ্যমটিতে আরো বলা হয়, এই ধরনের নিম্নচাপের ব্যাপারে কোনো পূর্বাভাস দেওয়া সম্ভব হয় না। এতে সাম্প্রতিক সময়ে বঙ্গোপসাগর ও আরব উপসাগর থেকে উৎপন্ন নিম্নচাপগুলোকে খুবই উদ্বেগের সঙ্গে দেখা হচ্ছে। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) গত বৃহস্পতিবার এই নিম্নচাপটির পূর্বাভাস দেয়। এ ছাড়া মার্কিন জাতীয় কেন্দ্রসহ আরো কয়েকটি কেন্দ্র তাদের পরিবেশগত পূর্বাভাসে বাংলাদেশের উপকূলে এ ধরনের বর্ষাকালীন নিম্নচাপ সৃষ্টির ধারণা দিয়েছিল।

এদিকে বাংলাদেশের আবহাওয়া বিভাগ থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- ঢাকা, বরিশাল, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ এলাকা এবং রংপুর ও রাজশাহীর কয়েকটি এলাকায় ঝড়ো হওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সারাদেশে প্রভাব বিস্তার করতে পারে। ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে টেকনাফে ১১৭ মিলিমিটার এবং সর্বনিম্ন বৃষ্টিপাত ১ মিলিমিটার রংপুরে। আর এর ফলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে পানির স্বাভাবিক উচ্চতা বেড়ে যেতে পারে। দেশের উজান অঞ্চলের পানি সমুদ্রে নেমে যাওয়ার সময় উপকূলসহ চট্টগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত করে যেতে পারে।

 

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...