ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - কাউখালী উপজেলা বাল্য বিবাহ মুক্ত ঘোষণা

কাউখালী উপজেলা বাল্য বিবাহ মুক্ত ঘোষণা

কাউখালী প্রতিনিধি >>

পিরোজপুরের কাউখালী উপজেলাকে বাল্য বিাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখ এ ঘোষণা দেন। এসময় তিনি অনুষ্ঠানে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান ।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কামরুজ্জামান মিঠু, নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন পপি, থানার অফিসার ইনচার্জ মো. মুনিরুজ্জামান, জেলা পরিষদ সদস্য শাহজাদি রেবেকা সুলতানা চৈতি, সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পল্টন, ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, বাল্য বিয়ে প্রতিরোধ আন্দোলনকারী কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল লতিফ খসরু, সাংবাদিক মো. নজরুল ইসলাম, প্রধান শিক্ষক গৌতম কুমার দাস, প্রধান শিক্ষক সুব্রত রায়, ছাত্রলীগের সভাপতি মৃদুল আহমেদ সুমন, ইউপি সদস্য নেপাল চন্দ্র দে, বিবাহ নিবন্ধক হাফিজুর রহমান, পুরোহিত ননী গোপাল চক্রবর্তী, ও বাল্য বিবাহকে না বলি প্রচারণার সাহসী নারী উদ্যোক্তা স্কুল ছাত্রী তাহমিনা আক্তার প্রমূখ।

জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখ বলেন আজ থেকে কাউখালীকে বাল্য বিবাহ মুক্ত উপজেলা ঘোষণা করা হল। কেউ যদি তাঁর সন্তানকে বাল্য বিবাহ দেন তাহলে কোন অবস্থাতেই তাদেরকে ছাড় দেওয়া হবেনা। তিনি উপস্থিত সবাইকে এ আন্দোলনে শরীক হওয়ার আহ্বান জানান।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...