ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - বাংলাদেশ এখন আর ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে বেড়ায় না > পানি সম্পদ মন্ত্রী

বাংলাদেশ এখন আর ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে বেড়ায় না > পানি সম্পদ মন্ত্রী

বিশেষ প্রতিনিধি >

পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন বাংলাদেশ এখন আর ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে বেড়ায় না। আমাদের দেশ এখন উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের কাছে মাথা উচু করে দাড়িয়েছে। এদেশের মানুষ আর না খেয়ে মারা যাচ্ছে না। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে পদার্পন করেছে। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা আর পিছিয়ে পড়ার সুযোগ নেই।

পানি সম্পদ মন্ত্রী আজ বৃহস্পতিবার বিকালে উপকুলীয় বাঁধ উন্নয়ন প্রকল্প সিইআইপি-১ ফেজ-১ এর আওতায় পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার চরখালীতে বেড়ী বাঁধ, স্লুইজ গেট, খাল পুন: খনন এবং নদী ভাঙ্গন রোধে তীর সংরক্ষণ বাস্তবায়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে পানি উন্নয়ন বোর্ড আয়োজিত জনসমাবেশ তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রধান মন্ত্রীর নেতৃত্বে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এবং দেশের অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।
এ সমাবেশে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন,স্বাধীনতার পূর্বে আন্দোলন সংগ্রাম করেছি। এদেশে ৩০ লাখ মানুষ প্রাণ দিয়েছিল। সকলে মিলে স্বাধীনতার স্বপ্ন বাস্তাবায়ন করতে। উন্নয়নের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকলে উন্নয়নকে কেউ বাঁধাগ্রস্ত করতে পারবে না। অনেক গুলি লাঠি একত্রে থাকলে ভাঙা যায় না।

তিনি আরও বলেন, আইলা ও সিডরের মত ভয়াবহ বন্যা ও জলোচ্ছাস এর কবল থেকে রক্ষা পেতে এ এলাকায় বেড়ীবাধ, নদী ভাঙন রোধে তীর সংরক্ষণ, স্লুইজগেট নির্মান করা হবে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক মো. দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান, পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি, পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহম্মদ নজরুল ইসলাম (বীর প্রতিক), পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, জাতীয় পার্টি সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, আ.লীগ নেতা হাফিজুর রশিদ তারেক প্রমূখ। উল্লেখ্য চিনা ঠিকাদারী প্রতিষ্ঠান চংকিং ইন্টারন্যাশনাল কনষ্ট্রাকশন করপোরেশন ৪ শত ৫৬ কোটি ২৬ লক্ষ টাকা ব্যয়ে উপকুলীয় উপজেলা ভান্ডারিয়া এলাকায় ৬০কিমি বেড়ী বাধ নির্মান, খাল খনন, স্লুইজ গেট নির্মান, বাধের ঢাল প্রতিরক্ষা কাজ, নদী তীর সংরক্ষণ কাজ, বন্যা প্রতিরোধ কনক্রিট ওয়াল নির্মান,বাধ এবং রাস্তাক্রসিং বাধ এর উপর পাকা রাস্তা নির্মান করা হবে।

সমাবেশে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি স্বর্ণা কাজী, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম প্রমূখ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...