ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - ভান্ডারিয়ায় সুবিধা বঞ্চিত ২৬০০ শিশুর জন্মদিন উদযাপন কর্মসূচি

ভান্ডারিয়ায় সুবিধা বঞ্চিত ২৬০০ শিশুর জন্মদিন উদযাপন কর্মসূচি

ভান্ডারিয়া প্রতিনিধি>>
পিরোজপুরের ভান্ডারিয়ায় সুবিধা বঞ্চিত দুই হাজার ৬০০ শিশুর জন্মদিন পালন কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে আজ সোমবার উপজেলার ৬৯ নম্বর উত্তর ভান্ডারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল কেক কেটে এ ব্যাতিক্রমী জন্মদিন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বাধন করেন।
প্রথম দিনে ১ হাজার ৩০০ সুবিধা বঞ্চিত শিশুর জন্য কেক কেটে শুভ জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানে শিশুদের উপহার সামগ্রীসহ মুখরোচক খাবার পরিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া সকল শিশুর মাঝে শিক্ষা উপকরনও বিতরন করা হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভান্ডারিয়া আঞ্চলিক শাখার ব্যবস্থাপক প্রশান্ত নাফাকের সভাপতিত্বে বক্তব্য দেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কাজী রোকোনুজ্জামান বশির, প্রধান শিক্ষক রামপ্রসাদ পাল।
এ বিষয়ে ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল বলেন, সমাজের প্রতিটি শিশুই পৃথিবীর জন্য গুরত্বপূর্ণ । শিশুদের আনন্দ ভালবাসায় বেড়ে ওঠার দায়িত্ব আমাদের সকলের। প্রতিটি শিশুই চায় জন্ম দিন পালন করতে। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে জন্মদিন পালন করা নিশ্চয়ই একটা শুভ কাজ।
ওয়ার্ল্ডভিশন কর্মকর্তা প্রশান্ত নাফাক জানান, ওয়ার্ল্ড ভিশন একটি শিশু বান্ধব প্রতিষ্ঠান হিসেবে শিশুদের সার্বিক কল্যাণের কাজ করে। তাই শিশুদের ছোট ছোট স্বপ্ন ওয়ার্ল্ড ভিশনের কাছে খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি শিশুই যেন ওদের জন্মদিনের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে পারে সে লক্ষে এ আয়োজন। তিনি আরও জানান ভান্ডারিয়ার সাত ইউনিয়নে মোট দুই হাজার ৬০০ সুবিধা বঞ্চিত শিশুর জন্মদিন পালিত হবে। আজ সোমবার প্রথম দিনে এক হাজার ৩০০ শিশুর এক সাথে জন্মদিন পালিত হল।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...