ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - ভান্ডারিয়ায় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহে শিক্ষার্থীদের শপথ

ভান্ডারিয়ায় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহে শিক্ষার্থীদের শপথ

ভান্ডারিয়া প্রতিনিধি >>
দুনীর্তি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও ওয়ার্ল্ড ভিশন এডিপি ভান্ডারিয়া শাখার যৌথ উদ্যোগে আজ বুধবার বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এতে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের সততা সংঘের সদস্য ও উপদেষ্টা পরিষদের সদস্যদের অংশগ্রহণে শপথ বাক্য পাঠ, দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা , সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিন হয়।
ভান্ডারিয়া বন্দর বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি শিক্ষক শংকর দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশন বরিশাল বিভাগীয় পরিচালক আক্তার হোসেন ।
এছাড়া আরও বক্তব্য দেন , উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহুল কুৃদ্দুস, উপজেলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, অফিসার ইন চার্জ (তদন্ত) মো. আউয়াল কবির, প্রধান শিক্ষক, আবদুল খালেক মাতুব্বর, দুপ্রক সদস্য কে.এম. মাসুদুজ্জামান, সততা সংঘের সদস্য আসাদুজ্জামান মুবিন, ্ঐশি মিস্ত্রী ও সীমন মৃধা প্রমুখ।
শেষে ভান্ডারিয়া বন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে সততা স্টোর নামে একটি দোকান উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশনের বিভাগীয় পরিচালক আক্তার হোসেন।
অনুষ্ঠানে দুর্নীতি বিরোধি চিত্রাংকন, রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...