ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - তনু হত্যার বিচারে আর কত সময় পার করতে হবে !

তনু হত্যার বিচারে আর কত সময় পার করতে হবে !

জাসেম আলম >>
দেশে অনেক চা্ঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন হয়, তাদের বিচারের মাধ্যমে সাজাও হয়। কিন্তু তনু হত্যার বিচারের কি হচ্ছে? গত বছরের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের ভেতরে ১২ ইন্জিনিয়ার ব্যাটালিয়ন কোয়াটার সংলগ্ন পাহাড় হাউস এলাকার কাছের কালভার্টের পাশ থেকে রাত সাড়ে ১০ টার দিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাধারন ইতিহাসের ২য় বর্ষের ছাত্রী ও থিয়েটারের নাট্যকর্মী সোহাগী জাহান তনু(২০) নামে এক ছাত্রীর মুখে আঘাতের চিহ্ন এবং কামিজ ছেড়া, অসংখ্য চুল ছেড়া অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছিল। পরের দিন তনুর বাবা কুমিল্লা ক্যন্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আজ একবছর পূর্ণ হলো!!!!!! এ দীর্ঘ সময়ে থানা ও ডিবির পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি মামলার তদন্তকার্য পরিচালনা করছে। তবে এখনও পর্যন্ত দফায় দফায় তদন্ত কর্মকর্তা পরিবর্তন, বিচার কার্যের জন্য পর্যাপ্ত সময় হলেও ফলাফল কার্যত অদৃশ্যমান। তবে সচেতন মহলের অভিমত, “হত্যাকারীরা ছিল তনুর পরিচিতই, তবুও অদৃশ্য কারন সবই এখন অচেনা।” স্বাভাবিকভাবে পুলিশি তদন্ত -ঘটনা উদঘাটন, সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ,অনুসন্ধান,পটভুমি অবলোকন,অপরাধ ব্যবস্থার ঘটনাপ্রবাহ বিশ্লেষণ ও প্রতিবেদন প্রণয়ন সবগুলোই অনিবার্যভাবে সম্পৃক্ত ন্যায়বিচার ও মানবাধিকারের সাথে। ফৌজদারী কার্যবিধির ১৭১(২) দ্বারায় পুলিশি তদন্তের সু-স্পষ্ট পথনির্দেশনা রয়েছে। এর পরেই বিচারের অগ্রগতি। এখন কথাটি হলো পুলিশি তদন্ত বিলম্বিত হলে বিচারও বিলম্বিত হবে। আর বিচারের বিলম্ব মানে অবিচারের পথ প্রশস্ত করা। তা বিচারকদের জন্যও অপূরনীয় মানসিক, শারিরীক ও সরকারের আর্থিক ক্ষতির কারন।তাহলেতো প্রশ্নবিদ্ধ হতেই পারে আইনের বিলম্বিত প্রক্রিয়া। যার মাধ্যমে আইনের জাল ছিন্নকরে অপরাধীরা বের হয়ে যাচ্ছে। আর ধীরে ধীরে মামলায় বিচার প্রার্থীদের সব আশাই ক্ষীন হয়ে আসছে। এতে জনসাধরনের মাঝেও ক্ষোভ ও হতাশা ক্রমেই বাড়ছে। এরপরও আর কত সময় পার করতে হবে, আইনের কত জটিলতা পার করতে হবে এক একজন তনু’র ঘাতকের ধরা পড়তে ? শাস্তি পেতে ?

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...