ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় মানব কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

মঠবাড়িয়ায় মানব কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি >

পিরোজপুরের মঠবাড়িয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্থানীয় সামাজিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “মানব কল্যাণ ফাউন্ডেশন” এর উদ্যোগে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকালে কেএম লতিফ সুপার মার্কেটের মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রিয়জন আড্ডা অফিস কার্যালয়ে এ পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শিক্ষা উদ্যোক্তা মো. আজিজুল হক সেলিম মাতুব্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন।

মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুষার আহমেদ মিলনের সভাপতিত্বে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, মঠবাড়িয়া পৌরসভার সচিব হারুন অর রশিদ, ডা. রুস্তম আলী ফরাজী কলেজের প্রভাষক ফারুক হোসেন, আবদুল্লাহ আল মামুন, কে এম লতিফ ইষ্টিটিউশনের প্রাক্তন শিক্ষক নাসির উদ্দিন আহমেদ, দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি ও আজকের মঠবাড়িয়ার উপদেষ্টা সম্পাদক দেবদাস মজুমদার, মঠবাড়িয়া নিউজ ডটকমের বার্তা সম্পাদক ইসমাইল হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তৌহিদ সোহেল, মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুষার আহমেদ মিলন।

অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন, সাংবাদিক এসএম আকাশ, মো. সোহেল আমীন, মঠবাড়িয়া পাঠাগার আন্দোলনের কর্মী আজিজুল হক তানভীর, তরুণ কবি মেহেদী হাসান( সাদা কাঁক)প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মানব কল্যাণ ফাউন্ডেশনের সদস্য সচিব আহমেদ ফিরোজ ও সদস্য মাসুম রাজ।

মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত মঠবাড়িয়া স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতা অংশ নেয়। বিজয়ীদের পুরস্কার হিসেবে বই ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি তুষার আহমেদ মিলন জানান, আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আরও ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ কুইজ প্রতিযোগিতায় উপজেলার সকল বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনের জন্ সংগঠনের পক্ষ হতে আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...