ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - খুনী,সন্ত্রাসী ও ভূমি দস্যুদের মঠবাড়িয়ায় ঠাঁই নাই : উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান

খুনী,সন্ত্রাসী ও ভূমি দস্যুদের মঠবাড়িয়ায় ঠাঁই নাই : উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান

মঠবাড়িয়া প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান ও জেলা আ.লীগ সদস্য মো. আশরাফুর রহমান বলেছেন, খুনী,সন্ত্রী ও ভূমিদস্যুদের মঠবাড়িয়া থেকে বিতারিত করে মঠবাড়িয়া মডেল উপজেলা শিক্ষিত ও উন্নত হিসেবে গড়ে তুলতে চাই। ১৯৯৬ ও ২০১৪ সালের নির্বাচনে যারা নৌকার বিরোধিতা তারা আওয়ামীলীগের মঠবাড়িয়ায় মূল দল দাবি করতে পারেনা। যুবলীগ নেতা লিটন পন্ডিতকে যারা হত্যা করেছে এই বঙ্গবন্ধুর বাংলাদেশে তাদের বিচার ইনশাল্লাহ হবে। মঠবাড়িয়া সিন্ডিকেট করে টিআর, কাবিখা লুটপাটসহ টেন্ডার জালিয়াতি করেছে তাদেরকে একদিন বিচারের কাঠগড়ায় দাড়াতেই হবে।
তিনি আরও বলেন, আশরাফুর রহমানের কোন রক্তচক্ষুকে ভয় করার জন্য জন্ম হয়নি। মঠবাড়িয়ায় আ.লীগের ভেতরে হাইব্রীড ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে। সকল ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে।
পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে বিশ্ব ব্যাংকের আনিত দুর্নীতির অভিযোগ কানাডার আদালতে মিথ্যা প্রমানিত হওয়ায় ষড়যন্ত্রকারীদের বিচার দাবি এবং পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমানের দায়িত্ব গ্রহণেরর তিন বছর পূর্তিতে আজ বৃহস্পতিবার বিকালে মঠবাড়িয়া শহীদ মিনার মুক্তমঞ্চে অনুষ্ঠিত জনসভায় তিনি এসব কথা বলেন।
উপজেলা চেয়ারম্যান আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ও মানুষ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। মঠবাড়িয়াসহ সারাদেশে ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে যাবে। পদ্মা সেতু নিয়ে যারা দুর্নীতির অভিযোগ দিয়ে উন্নয়ন বাঁধা গ্রস্ত করেছেন তাদের অভিযোগ কানাডার আদালতে আজ মিথ্যা প্রমানিত হয়েছে। মিথ্যা ষড়যন্ত্রকারীদেরও বিচার হবে।
মঠবাড়িয়ার সর্বস্তরের জনতার ব্যানারে শহীদ মিনার মুক্ত মঞ্চে অনুষ্ঠিত এ জনসভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বাদশা সভাপতিত্ব করেন ।
উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান বলেন, তিন বছর আগে উপজেলা নির্বাচন করতে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মঠবাড়িয়া এসেিেছলাম। এসে দেখেছি মঠবাড়িয়া ছিল ভূমি দস্যু ও টিআর কাবিখা লুটপাট কারীদের দখলে। আি নির্বাচিত হওয়ার পর এসবের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই ভূমিদস্যু ও লুটপাটকারীদের শত্রু হয়ে যাই। আশরাফুর রহমান মঠবাড়িয়ার মাটি ও মানুষের উন্নয়নের স্বার্থে কোন ষড়যন্ত্র রক্তচক্ষু ভয় পায়না।
তিনি উপজেলা পরিষদে দায়িত্ব গ্রহণের তিন বছর পূর্তিতে তিনি তাঁর গৃহিত উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, আমি মঠবাসির সেবক হয়ে কাজ করতে এসেছি। সেবক হয়েই কাজ করে যেতে চাই। মঠবাড়িয়াকে মাদক মুক্ত,টিআর কাবিখার দুর্নীতি প্রতিরোধ, প্রামীণ অবকাঠামোর উন্নয়ন করা হয়েছে। ঘরে ঘরে বিদ্যুত পৌঁছানোর কাজ চলছে। আগামীতে একটি মডেল উপজেলা গড়ে তুলতে উপজেলা পরিষদ আরও কার্যকর ভূমিকা নিতে ঘুষ,দুর্নীতি,সন্ত্রাস,মাদক বন্ধে উদ্যোগ অব্যহত থাকবে।
সমাবেশে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আশরাফুর রহমান, মুক্তিযুদ্ধে সুন্দরবন অঞ্চলের ইয়ং অফিসার মজিবুল হক খান মজনু, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. সাদিকুর রহমান, জেলা আ’লীগের সদস্য মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি এমাদুল হক খান, সহ-সভাপতি আরিফ-উল-হক, মিরুখালী ইউপি চেয়ারম্যান আবদুস সোবহান শরীফ, এ্যাডভোকেট মজিবুর রহমান মুন্সী, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, আ.লীগের যুগ্ম সম্পাদক জাহিদ উদ্দিন পলাশ, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জালাল, কৃষকলীগ নেতা মো. মজিবুর রহমান, আ.লীগ সদস্য মিজানুর রহমান মিজু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুলহাস শাহীন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলাউদ্দিন আল আজাদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিফাত, পৌর ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলাম রাজু, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মর্তুজা প্রমূখ।
সমাবেশে উপজেলার ১১ ইউনিয়নের আ.লীগ নেতা কর্মী জনপ্রতিনিধি মিছিল সহকারে উপস্থিত হন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...