ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - ধূমপান ছাড়ুন

ধূমপান ছাড়ুন

আল আহাদ বাবু >

এতকিছু জেনে বুঝেও কেন এই ধূমপান? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর;এ কথা একজন অধূমপায়ী যেমন বোঝেন তার কোনো অংশেই কম বোঝেন না একজন ধূমপায়ী। যেমন ধরুন, একজন কারখানার শ্রমিক তার কর্মের সময় নূন্যতম ১০-১২টি সিগারেট গ্রহণ করে,তিনি যদি প্রতি সিগারেটের পিছনে সর্বনিম্ন চার মিনিট ব্যয় করে তাহলে ৪০-৫০ মিনিট শুধু সিগারেটের পিছনে ব্যয় করে।এভাবে দিনে,মাসে এবং বছরে কত সময় অপচয় হচ্ছে তা একটু ভেবে দেখা দরকার। ফলে মালিক তার শ্রমিকের কাছ থেকে প্রাপ্ত শ্রমের সম্পূর্নটুকু পাচ্ছেন না; কারখানার উন্নয়নে এটা একটা প্রতিবন্ধকতা!

সম্প্রতি আমেরিকার এক স্টাডিতে দেখা গেছে এক প্যাকেট অর্থাৎ ২০ টি সিগারেটের জন্য যে ক্ষতি হয়,তার আর্থিক মূল্য দাঁড়ায় ৭১৮ ডলার,বাংলাদেশের টাকায় এটাকে কনভার্ট করলে দাঁড়ায় ৫০,২৬০ টাকা(১ ডলার=৭০ টাকা) »২০ টি সিগারেট উৎপাদন করে ০.৮ মিলিগ্রাম আলকাতরা এবং ০.০৬ মিলিগ্রাম নিকোটিন।একজন লোক যদি প্রতিদিন ১০ টি করে সিগারেট গ্রহন করে,৫০ বছরে একজন ধূমপায়ী জীবনে ১,৮২,৫০০ টি সিগারেট গ্রহন করা হয়, তাহলে দেখুন_কি পরিমাণ আলকাতরা ও নিকোটিন তাঁদের এই ছোট্ট জীবনে গ্রহন করে থাকেন, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে,প্রায়ই আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের কর্তৃক ধূমপান করতে দেখা যায়,অর্থাৎ আইনের লোক হয়ে তারা নিজেরাই আইন লঙ্ঘন করছেন,সচতেনতা ও সৎ ইচ্ছা ছাড়া ধূমপান পরিহার করা অসম্ভব! তাইতো বিখ্যাত মণিষী বার্ট্রান্ড রাসেল বলেছিলেন— «”ধূমপান ছেড়ে দেওয়া পৃথিবীর সব চাইতে সহজ কাজ,,আমিতো এ পর্যন্ত কয়েকবার ধূমপান ছেড়েছি!

আসুন জীবনের স্বার্থেই ধূমপান ছেড়ে দেই এবং তা আজই ।

লেখক:আল আহাদ বাবু , শিক্ষার্থী,মঠবাড়িয়া সরকারী কলেজ]

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...