ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - ২০১৯ সালের নির্বাচন শেখ হাসিনার অধিনেই হবে – স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম

২০১৯ সালের নির্বাচন শেখ হাসিনার অধিনেই হবে – স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম

দেবদাস মজুমদার >

আগামী নির্বাচনে দেশের মানুষ মহাজোটকেই ভোট দেবে। দেশের মানুষ দেশের স্বার্থেই তা করবে। কেননা মহাজোট ক্ষমতায় না আসলে এদেশ আবার অন্ধকারের দিকে যাবে, সন্ত্রাস, নৈরাজ্যে জঙ্গীরা আবার মাথাচারা দিয়ে উঠবে, বাংলা ভাইদের আবির্ভাব ঘটবে। দেশের শান্তিকামী মানুষ তা কিছুতেই হতে দেবেনা। ২০১৯ সালের নির্বাচন জননেত্রী শেখ হাসিনার অধিনেই হবে। শেখ হাসিনার উন্নয়ন অব্যহত রাখতে আগামী নির্বাচনে দেশের মানুষ মহাজোটকেই নির্বাচিত করবে। রাষ্ট্রপতি একজন সত ও গ্রহণযোগ্য ব্যাক্তিকে নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ জঙ্গীমুক্ত হয়ে অগ্রগতির দিকে যাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম আজ শনিবার বিকালে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যার হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করার ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে প্রধান অতিথি হিসেবে এক সুধি সমাবেশে বক্তব্যে এসব কথা বলেন।
স্বাস্থ্য মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা দেশের স্বাস্থ্য সেক্টরের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। আজ দেশের তৃণমূল মানুষের স্বাস্থ্য সেবা দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০০ শয্যায় উন্নীত করতে ৩০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বরাদ্দ দেওয়া হয়েছে। দেশের সকল হাসপাতালগুলোতে এ উন্নয়ন অব্যহত থাকবে।

স্বাস্থ্য মন্ত্রী বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, পারলে নির্বাচনী মাঠে নামেন । ভোটের মাঠে খেলা হবে । দেশকে পিছিয়ে নেওয়ার ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।
ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে পিরোজপুর জেলা সিভিল সার্জন ডা. ফকরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তব্য দেন, স্বাস্থ্য সচিব মো. সিরাজুল ইসলাম. স্বাথ্য বিভাগের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এমএ মহি, বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মারুফ হোসেন, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. আতিকুল ইসলাম উজ্জল ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. ফায়জুর রশীদ খসরু প্রমূখ।

উল্লেখ্য ২০১০ সালে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩০ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। বর্তমানে হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত করণে ৩০ কোটি টাকা প্রকল্প বরাদ্দ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...