ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পিরোজপুরে অধ্যক্ষ শাহ আলমের বাড়িতে হামলা থানায় মামলা – গ্রেফতার ২

পিরোজপুরে অধ্যক্ষ শাহ আলমের বাড়িতে হামলা থানায় মামলা – গ্রেফতার ২

 

পিরোজপুর প্রতিনিধি >
পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী ও সাবেক সাংসদ অধ্যক্ষ মো. শাহ আলমের স্বরূপকাঠী উপজেলার ইন্দুরহাট বন্দরের বাড়িতে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। বৃহস্পতিবার বিকেলে ওই হামলার ঘটনা ঘটে। সমর্থকরা ওই বাড়ির গেট ভাংচুরের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে বাড়ির মধ্যে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় বাড়ির সামনে পার্কিং করা দু‘টি মোটর সাইকেলও পিটিয়ে ভাংচুর করে হামলাকারীরা। হামলাকারীদের ইটের আঘাতে সাইফুল (৩০) নামের এক যুবক গুরুতর আহত হলে তাকে স্বরূপকাঠি হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে থানায় অভিযোগ দিলে পুলিশ তুহিন ও তপু নামে দুজনকে গ্রেফতার করা হয়।
জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ শাহ আলম অভিযোগ করেন, এলাকার বখাটে হিসেবে পরিচিত তপু, মুন্না, প্রিন্স ও তন্ময়ের নেতৃত্বে ১০/১৫ জনের একদল সন্ত্রাসী তার বাড়িতে অতর্কিত হামলা চালায়। ওই সময় তিনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সম্পাদকসহ সিনিয়র নেতাদের নিয়ে বাড়িতে বসা ছিলেন। সন্ত্রাসীরা তার বাড়িতে হামলা চালায় এবং বাড়ির সামনে পার্কিং করে রাখা অধ্যক্ষ বেলায়েত হোসেন ও রহমত অলীর দু‘টি মোটর সাইকেল ভাংচুর করে। পরে পুলিশ এসে হামলাকারীদের তাড়িয়ে দেয়। অপরদিকে স্বরূপকাঠি- পিরোজপুর বাস কাউন্টারের কর্মচারী জয়দেব সমদ্দারকে (১৯) পিটিয়েছে একদল সন্ত্রাসী । জয়দেব স্বরূপকাঠি সদর ইউপির ১ নম্বর ওয়ার্ড সদস্য দেবু সমদ্দারের ছেলে।

স্বরুপকাঠী থানার ওসি মুনিরুল ইসলাম জানান তুহিন তপুকে গ্রেফতার করা হয়েছে। তন্ময়সহ অন্যদেরকে পাওয়া য়ায়নি তবে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...