ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় সন্তান হত্যার দায়ে পিতার ফাঁসি : স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

মঠবাড়িয়ায় সন্তান হত্যার দায়ে পিতার ফাঁসি : স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

পিরোজপুর প্রতিনিধি >
পিরোজপুরের মঠবাড়িয়ার শিশু কন্যা জেসমিন আক্তার কে হত্যার দায়ে পিতা মহারাজকে ফাঁসি দিয়েছেনআদালত। আজ রবিবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ রায় দেন। মৃত্যুদন্ড পাওয়া মহারাজ হাওলাদার মঠবাড়িয়া উপজেলার ছোট শিংগা গ্রামের আলী হোসেন হাওলাদারের ছেলে।
একই আদালত মঠবাড়িয়ার গৃহবধু আকলিমা বেগম কে হত্যার দায়ে স্বামী সেলিম বেপারিকে (৩৫) যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের সশ্রম কারাদন্ড দেন। কারাদন্ড পাওয়া সেলিম বেপারি উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের মৃত সেকেন্দার আলী বেপারির ছেলে।

মামলা সূত্রে জানাগেছে, মঠবাড়িয়া উপজেলার ছোট শিংগা (ভেচকী) গ্রামের আলী হোসেন হাওলাদারের ছেলে মহারাজ তার আট বছরের শিশু কন্যা জেসমিনের নামে ১লাখ ২০হাজার টাকার একটি জীবন বীমা করেন। বীমার একটি কিস্তি হিসেবে এক হাজার টাকা পরিশোধ করেন। একত্রে সম্পূর্ণ টাকা পাওয়ার লোভে ২০০৫ সালের ৪ মে রাতে জেসমিন আক্তারকে শ্বাসরোধে হত্যা করে বাড়ির পাশে একটি খালে ফেলে দেন পাষন্ড। এরপর জেসমিন পানিতে ডুবে মারা গেছে বলে জানান।
জেসমিন আক্তারের মৃত্যুর খবর পেয়ে তার মামা আব্দুস সালাম স্থানীয় থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদনে জেসমিন আক্তারকে শ্বাসরোধে হত্যার কারণ উল্লেখ করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ওই বছরের ২৫ সেপ্টেম্বর মঠবাড়িয়া থানার উপ পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মহারাজের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৮ জুলাই ভোরে দাম্পত্য কলহের জের ধরে সেলিম বেপারি স্ত্রী আকলিমাকে মারপিট করে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই আবুল কালাম বাদী হয়ে মঠবাড়িয়া থানায় হত্যা মামলা করেন। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসলি (পিপি) খান মো. আলাউদ্দিন ও সহকারী সরকারি কৌঁসলি (এপিপি )জহিরুল ইসলাম।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...