ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পিরোজপুরে যৌতুকের মামলা করায় গৃহবধুকে হাত-পা বেধে মারপিট

পিরোজপুরে যৌতুকের মামলা করায় গৃহবধুকে হাত-পা বেধে মারপিট

 

পিরোজপুর প্রতিনিধি >
পিরোজপুরের নাজিরপুরে যৌতুকের মামলা করায় জান্নাতুল মাওয়া চম্পা(২৪)নামে এক গৃহবধুকে ঘরে আটকে রেখে হাত-পা বেধে মার-পিট করেছে শ্বশুর বাড়ির লোকজন। আজ রবিবার দুপুরে গুরুতর আহত গৃহবধুকে স্থানীয় ফাঁড়ি পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের বাঘাজোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত গৃহবধুর পিতা মাটিভাংগা ইউনিয়নের বরইবুনিয়া গ্রামের ওয়াহাব আলী শেখ জানান, তার দ্বিতীয় কন্যা জান্নাতুল মাওয়া চম্পা’র (২৪) সাথে গত ৩ বছর আগে উপজেলার বাঘাজোড়া গ্রামের মৃত মোহাম্মাদ শরীফের পুত্র শাহীন শরীফের সাথে বিয়ে হয়। তাদের শাফিন নামের ২ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় মেয়ে জামাই ও শ্বশুড় বাড়ির লোকজন যৌতুকের জন্য চম্পার উপর অত্যাচার করে আসছিল। পরে জমি ক্রয়ের কথা বলে ৫ লাখ টাকা ধার নেয় জামাতা। এ টাকা না পরিশোধ না করে আবারও তাকে যৌতুকের জন্য চাপ দিয়ে মারপিট করতে থাকে। তাই মেয়ের সুখের কথা চিন্তা করে জামাতাকে নিজ খরচে সৌদি আরব পাঠান শ্বশুড়। কিন্তু স্বামীর অনুপস্থিতিতেও শ্বশুড় বাড়ির লোকজনের নির্যাতন থেমে নেই। তাই গত ২৫ সেপ্টেম্বর তার মেয়ে চম্পা বাদি হয়ে আদালতে একটি যৌতুকের মামলা করেন । এতে ক্ষিপ্ত হন তারা। স্বামী দেশে ফেরার খবর শুনে গতকাল রবিবার সকালে তার মেয়ে ওই বাড়িতে গেলে ভাসুর মালেক শরীফ ও তার পুত্র রাসেল শরীফ, শ্বাশুড়ি রওশন ও দেবর জাহিদ শরীফ সহ শ্বশুড় বাড়ির লোকজন তাকে হাত পা বেঁধে মারপিট করে।

এ ব্যাপারে মাটিভাংগা ফাঁিড় পুলিশের সহকারী আইসি মো. রফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, ওই গুহবধুর মামা মো. মশিউর রহমান ডিয়ারের লিখিত অভিযোগের ভিত্তিতে আহত অবস্থায় ওই বাড়ি থেকে গৃহবধু চম্পাকে উদ্ধার করা হয়। জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ ঘটনার পর শ্বশুর বাড়ির লোকজন গা ঢাকা দিয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...