ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পিরোজপুরে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

পিরোজপুরে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

পিরোপুর প্রতিনিধি >
পিরোজপুরে জাহাঙ্গীর শেখ (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়ে আদালত। আঝাড়া আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানােআদেশ দেয়।আজ (১৪ আগস্ট) রবিবার দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ মো. গোলাম কিবরিয়া এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর শেখ পৌর শহরের মাছিমপুর এলাকার মৃত হাসেম আলী শেখের ছেলে।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ৬ সেপ্টেম্বর রাতে মাছিমপুর এলাকার শহীদুল ইসলামের বাড়ির পরিত্যক্ত একটি ঘরে অভিযান চালিয়ে ১২৯ বোতল ফেনসিডিল উদ্ধার ও জাহাঙ্গীরকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ২০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
পরে পিরোজপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র দে বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।
গত ৩০ সেপ্টেম্বর পিরোজপুর সদর থানার এসআই নজরুল ইসলাম মামলাটি তদন্ত শেষে আদালতে জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি খান মো. আলাউদ্দিন ও আসামিদের পক্ষে মামলা পরিচালনা করেন সরকার নিযুক্ত আইনজীবী কানাই লাল বিশ্বাস।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...