ব্রেকিং নিউজ
Home - অপরাধ - ভাণ্ডারিয়ায় ১৯০০পিসইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার

ভাণ্ডারিয়ায় ১৯০০পিসইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার

ভাণ্ডারিয়া প্রতিনিধি :
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাদকদ্রব্য নিয়ণÍ্রণ অধি দপবতর অভিযান চালিয়ে ১৯০০ পিস আয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা কার্যালয়ের একটি দল আজ শনিবার সকালে পিরোজপুরের ভাাণ্ডারিয়া পৌর শহরের ল ঘাট এলাকা অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার করে।
আটককৃতরা হচ্ছে, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা সদরের মোকছেদ খান এর ছেলে ইদ্রিস খান (৫০), মো.ইউছুফ আলীর ছেলে ইয়াসিন আলী অন্তর (২৫), ছিদ্দিকুর রহমান হাওলাদার এর ছেলে মো. রাকিব হাওলাদার।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মুহম্মদ আবদুল মজিদ ঘটনা নিশ্চিত করে জানান, গোপনে সংবাদ পেয়ে বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা কার্যালয়ের ৮ সদস্যের একটি দল ভাÐারিয়া পৌর শহরের লক্ষিপূরা মহল্লার ল ঘাট এলাকায় অভিযান চালিয়ে নম্বর বিহীন একটি বাজাজ পালসার মোটর সাইকেল আরোহী তিনজনকে একটি মোবাইল ফোনসহ আটক করা হয়। এসময় আটককুত ইদ্রিস আলীর দেহ তল্লাশী চালিয়ে পলিথিনের প্যাকেটে রক্ষিত ১৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরা পাথরঘাটা থেকে মোটরসাইকেল যোগে মাদক বিক্রির জন্য ভাÐারিয়া আসে।
এ ঘটনায় বরিশাল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মুহম্মদ আবদুল মজিদ বাদী হয়ে ভাÐারিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে ভাণ্ডারিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, এ ঘটনায় ভাÐারিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে । অভিযুক্ত আসামীদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...