ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় দুই সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি

মঠবাড়িয়ায় দুই সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় দুই সাংবাদিককে প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার দিনগত গভীর রাতে মুঠোফোনে এ হুমকি েিদওয়া হয় ।
এ ঘটনায় সাংবাদিক জুলফিকার আমীন সোহেল ও এজাজ চৌধুরী আজ রবিবার দুপুরে মঠবাড়িয়া থানায় পৃথক দুটি জিডি করেছেন।
সোহেল দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার মঠবাড়িয়া প্রতিনিধি ও উপজেলার উত্তর বড় মাছুয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত. মো. রুহুল আমীন আকনের ছেলে ও এজাজ দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার মঠবাড়িয়া প্রতিনিধি ও পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মাহাবুব উদ্দিন চৌধুরীর ছেলে।

সাংবাদিক জুলফিকার আমীন সোহেল জানান, তিনি পত্রিকায় কাজ করার পাশাপাশি ‘এমবি টিভি’ নামে একটি অনলাইন পেইজ পরিচালনা করেন। এ পেইজে তিনি বিভিন্ন ভিডিও সংবাদ, বিভিন্ন দৃশ্য আপলোড করেন। বর্তমানে চলমান দ্বাদশ জাতীয় নির্বাচণে বিভিন্ন প্রার্থীর প্রচারণা আপলোড করে আসছেন।স্বতন্ত্র প্রার্থীদের বেশ কয়েকটি প্রচারণা ভিডিও আপলোড দেন ওই অন লাইন পেইজে। এতে ক্ষুব্ধ হয়ে অজ্ঞাত এক ব্যাক্তি শনিবার দিবাগত রাতে মোবাইল ফোনে তাকে হুমকি দেয়।

সাংবাদিক এজাজ চৌধুরী বলেন, তার ‘মঠবাড়িয়া সমাচার’ নামে অনলাইন পেইজে স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণার ভিডিও আপলোড করায় তাকে অজ্ঞাত এক ব্যাক্তি মোবাইল ফোনে প্রাণনাশের হুমকী দেয়। ।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল ক্ষোভ প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করে দোষীদের সনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছি।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...