ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়া-বড়মাছুয়া সড়কে ঢালাইয়ের ৫ দিনের মাথায় সড়কের পীচ-পাথর তুলে ফেলল জনতা

মঠবাড়িয়া-বড়মাছুয়া সড়কে ঢালাইয়ের ৫ দিনের মাথায় সড়কের পীচ-পাথর তুলে ফেলল জনতা

বিশেষ প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়া-বড়মাছুয়া বেহাল সড়ক নিম্নমানের কার্পেটিং মেরামতের পাঁচ দিনের মাথায় বিক্ষুব্ধ জনতা সড়কের পিচ-পাথ হাত দিয়ে তুলে ফেলেছে। আজ শনিবার দুপুরে ওই সড়কের মল্লিকবাড়ি বালু মহাল এলাকায় এ ঘটনা ঘটেছে। বেহাল সড়কটি প্রশ্স্ত করণের পর সড়ক ও জনপদ বিভাগের সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী দিয়ে দেড় কিলো মিটার সড়কে গত পাঁচ দিন আগে রাতে কার্পেটিংয়ের কাজ সম্পন্ন করে।
এলাকাবাসির অভিযোগ , আজ শনিবার দুপুরে মেরামতকৃত এ সড়কে ভারী যানবাহন চলা শুরু করলে গাড়ির চাকার সাথে পিচ-পাথ উঠে সড়ক পুনরায় বেহাল হয়ে পড়ে। পরে গ্রামবাসি ও পথচারিরা সড়কে হাত দিয়ে টেনে তুলে দেখেন চটা বাঁধা পিচ-পাথর উঠে আসছে। জনগুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কে নিম্নমানের কার্পেটিং কাজের জন্য ক্ষোভ প্রকাশ করে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসি।

উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের কৃষক মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, সম্প্রতি অতিবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের পর নির্মাণাধিন সড়কটি কর্দমাক্ত হয়ে যায়। ঠিকাদারি প্রতিষ্ঠান ওই কাদা মাখা বেহাল সড়কের ওপর দায়সারা ভাবে নিম্নমানের পিচ-পাথর দিয়ে রাতের আঁধারে কার্পেটিংয়ের কাজ সম্পন্ন করে। সাড়ে চার কিলোমিটার নির্মাণ কাজের দেড় কিলোমিটার এলাকার পিচ পাথর এখন চটা বেঁধে উঠে যাচ্ছে। সরকারি টাকার এমন অপচয় মেনে নেওয়া যায়না। বিক্ষুব্ধ পথচারী ও গ্রামবাসিরা হাত দিয়ে চটাবাঁধা পিচ-পাথর তুলে ফেলেছেন।

পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানাগেছে, মঠবাড়িয়া-বড়মাছুয়া সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা বিরাজ করছিলো। সম্প্রতি বড়মাছুয়ার বলেশ^র নদীতে ফেরি সার্ভিস চালু হয়। ফলে ৯ কিলোমিটার সড়কটি প্রশস্তকরণ ও মেরামতের কাজ শুরু করা হয়। সড়কের সাড়ে চার কিলোমিটার সড়ক কার্পেটিয়ের জন্য ২০২২ সালে দরপত্র আহ্বান করা হয়। সাড়ে সাত কোটি টাকা ব্যায়ে খুলনার মেসার্স মুজাহার এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়ক প্রশস্ত করণ ও মেরামতের কাজ পান।

স্থানীয়রা জানান, গত পাঁচদিন আগে রাতের বেলা ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন সড়কে কার্পেটিং এর কাজ সম্পন্ন করে। এরপর সড়কে যানবাহন চলতে শুরু করলে গাড়ির চাকার সাথে পিচ ও পাথর উঠতে শুরু করে। স্থানীয় জনতা সড়কের দেড় কিলোমিটার অংশের বিভিন্ন স্থানের পিচ হাত দিয়ে টেনে তুলে ফেলে দিয়ে প্রতিবাদ জানায়।

একই গ্রামের রাজমিস্ত্রী মোতালেব হোসেন বলেন, ঠিকাদার কাঁদা মাখা বেহাল সড়কের ওপর কার্পেটিং করেছেন। সড়কের পিচ-পাথর এখন গাড়ির চাকার সাথে উঠে যাচ্ছে। সাড়ে চার কিলোমিটার সড়কের দেড় কিলো মিটারে এমন অবস্থা। এর প্রতিকার প্রয়োজন।

তিনি আরও বলেন , এ সড়কে বড়মাছুয়া ফেরিঘাট, ষ্টিমারঘাট,লঞ্চঘাট ও খেয়া ঘাট। প্রতিদিন ভারি যানবাহন চলে। ব্যস্ততম সড়কে এমন দায়সারা মেরামত কাজ দুঃখজনক।

এ ব্যাপারে পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী টি.এম রাজিমুল আলীম বলেন, ওই সড়কের দেড় কিলোমিটার নয় ১০ মিটার অংশে মেরামতে ক্রুটি হয়েছে। সরেজমিনে গিয়ে দেখে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে সড়কের কাজ যথাযথ করার ব্যবস্থা নেওয়া হবে।

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...