ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় ধানক্ষেতে ইঁদুর মারার তারে জড়িয়ে শিশু নিহত পরিবারের হত্যা মামলা দায়ের

মঠবাড়িয়ায় ধানক্ষেতে ইঁদুর মারার তারে জড়িয়ে শিশু নিহত পরিবারের হত্যা মামলা দায়ের

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় ধানক্ষেতে ফেলে রাখা ইঁদুর মারার বৈদ্যুতিক তারে জড়িয়ে সোলায়মান মোল্লা নামে সাড়ে চার বছরের এক শিশুর নিহত হয়েছে। মঙ্গলবার দিনগত রাত নয়টার দিকে উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের পশ্চিম মিঠাখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশুটির পরিবারের দাবি পরিকল্পিতভাবে প্রতিপক্ষ প্রতিবেশী এ হত্যাকাÐ ঘটিয়েছে। পুলিশ হাসপাতাল হতে নিহত শিশুটির লাশ উদ্ধার করে আজ বুধবার ময়নাতদন্তে পাঠিয়েছে।
নিহত শিশু সোলায়মান উপজেলার পশ্চিম মিঠাখালী গ্রামের মো. এনামুল হক মোল্লার ছেলে।

থানা ও স্থানীয় সূত্রে জানাগেছে, শিশু সোলায়মান মঙ্গলবার দিনগত রাতে বাড়ির পাশে চাচার বাড়ি থেকে হেটে প্রতিবেশীর ধানক্ষেতের পাশ দিয়ে বাড়ি ফেরার পথে ধানক্ষেতে ছড়িয়ে রাখা ইঁদুর মারার জন্য বিদ্যুতের তারে সে জড়ি যায়। তার আর্ত চিৎকারে পরিবারের স্বজনরা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় প্রতিবেশী প্রতিপক্ষের বিরুদ্ধে পরিকল্পিত হত্যাকাÐের অভিযোগ এনে নিহত শিশুটির চাচা জহুরুল হক মোল্লা বাদি হয়ে দুইজনকে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার তদন্তকারি কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম জানান, নিহত শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে । এ ঘটনায় শিশুটির চাচা বাদি হয়ে প্রতিবেশী হেমায়েত পহলান ও তার ছেলে ইউসুফ পহলানকে আসামী করে অভিযোগ দায়ের করেছেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার ঘটনা নিশ্চিত করে জানান, নিহত শিশুটির চাচা এ ঘটনায় দুইজনকে আসামী থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...