ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় ১০ টন পলিথিন জব্দ : ব্যবসায়ির অর্থদণ্ড

মঠবাড়িয়ায় ১০ টন পলিথিন জব্দ : ব্যবসায়ির অর্থদণ্ড

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মজুদকৃত ১০ টন নিষ্ধি পলিথিন জব্দ করেছে। বুধবার সন্ধ্যায় পৌরশহরের সদর রোডের আলম ট্রেডার্স নামে একটি ব্যবসায়ি প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালিয়ে মজুদকৃত এ পলিথিন জব্দ করে ভ্রাম্যমান আদালত। জব্দকৃত পলিিিথনের আনুমানিক মূল্য ১৯ লাখ টাকা ।

এসময় পলিথিন মজুদ ও বিপণনের দায়ে ওই ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেয় আদালত।
উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে, গোপনে সংবাদ পেয়ে মঠবাড়িয়া উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সৈকত রায়হানের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাগণ ও একদল পুলিশ পৌরশহরের আলম ট্রেডার্সের গুদামে অভিযান চালায়। এসময় মজুদকৃত ১০টন পলিথিন জব্দ করে । পরে অবৈধ পলিথিন সংরক্ষণ ও বিপননের দায়ে ব্যবসায়িকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫-এ অর্থদন্ড প্রদান করা হয়।

এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল কাইয়ূম বলেন, জব্দকৃত অবৈধ পলিথিন বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য বরিশাল পরিবেশ অধিদপ্তওে হস্তান্তর করা হয়েছে। অবৈধ পলিথিন মজুদ,বাজারজাত বন্ধে এ অভিযান অব্যহত থাকবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...