ব্রেকিং নিউজ
Home - অপরাধ - কাউখালীতে ভোক্তা অধিকারের অভিযানে চার ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

কাউখালীতে ভোক্তা অধিকারের অভিযানে চার ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

কাউখালী প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকারের অভিযানে চার ব্যবসা পতিষ্ঠানে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে কাউখালী শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার সময় চারটি প্রতিষ্ঠানকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করে আদালত।
কাউখালী বাসস্ট্যাণ্ড মোড়ে বিসমিল্লাহ বেকারীকে ৩ হাজার টাকা, শিয়ালকাঠীর চৌরাস্তার এমজি চাইনিজ রেস্টুরেন্টে ৩ হাজার টাকা, বেকুটিয়া সেতু সংলগ্ন ক্যাফে সুপার ভারগান রেস্তোরাকে ৩ হাজার টাকা ও আলামিন মুদি দোকানকে পাঁচশত টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশীষ রায়। এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা সেনেটারি ইন্সপেক্টর এম ইলিয়াস উদ্দিন ও পুলিশের একটি টিম।
উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর এম. ইলিয়াস উদ্দিন জানান, পচা বাসী খাবার বিক্রি, মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রি, মেয়াদবিহীন খাবার বিক্রি সহ বিভিন্ন অভিযোগে এ জরিমানা করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...