ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় ইয়াবাসহ নারী স্বাস্থ্য কর্মী ও সহযোগি মাদক কারবারি গ্রেফতার

মঠবাড়িয়ায় ইয়াবাসহ নারী স্বাস্থ্য কর্মী ও সহযোগি মাদক কারবারি গ্রেফতার

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা বিক্রয় ও মজুদের অভিযোগে ইউনিয়ন কমিউনিটি বেইজড হেলথ কেয়ার প্রোভাইডার ফাতিমা আক্তার (৩২) ও তার সহযোগি মাদককারবারি নাজমুল শিকদার (৩৪) কে পুলিশ গ্রেফতার করেছে। এসময় বসতঘরে মজুদকৃত ৮০০ পিস ইয়াবা উদ্ধার ও মাদক বিক্রির ১৬ হাজার জব্দ করেছে পুলিশ । গ্রেপ্তারকৃত ফাতিমা আক্তার উপজেলার পশ্চিম ধানীসাফা গ্রামের রুবেল মল্লিকের স্ত্রী ও নাজমুল শিকদার একই ইউনিয়নের নাছির শিকদার এর ছেলে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার দুপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, চলামান মাদক উদ্ধারের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে এসআই কামরুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পশ্চিম ধানীসাফা গ্রামে অভিযান চালায়। এসময় ওই গ্রামের রুবেল মল্লিকের বসত ঘর থেকে ৮০০পিচ ইয়াবা ও মাদক বিক্রির ১৬ হাজার টাকাসহ তার স্ত্রী স্বাস্থ্য কর্মী ফাতিমা আক্তার ও তার সহযোগি নাজমুলকে হাতেনাতে গ্রেফতার করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ফাতিমার স্বামী রুবেল মল্লিক পালিয়ে যায়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার বলেন, এ ঘটনায় এসআই কামরুল ইসলাম বাদি হয়ে মঠবাড়িয়া থানায় ৩ জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক আসামী রুবেলকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...