ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগের দায়ে ব্যবসায়ির অর্থদণ্ড

মঠবাড়িয়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগের দায়ে ব্যবসায়ির অর্থদণ্ড

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়া অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মো. মারুফ হোসেন নামে এক মার্কেট ও ভবন মালিককে অর্থদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) মো. সৈকত রায়হান ভ্রম্যমান আদালতের মাধ্যমে অভিযুক্ত ব্যবসায়িকে ৩০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। আদালত তাৎক্ষণিক এ জরিমানা আদায় করেন।
এসময় পল্লী বিদ্যুতের ডিজিএম মো. মোতালেব হাওলাদার ও পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির প্রশাসনিক কর্মকর্তা আবি আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

পল্লী বিদ্যুতের ডিজিএম মো. মোতালেব হাওলাদার জানান, রবিবার দুপুরে শহরের থানা পাড়া এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায়ের জন্য অভিযান পরিচালনা করা হয়। এসময় ব্যবসায়ি মো. মারুফ হোসেন এর মালিকানাধীন একটি মার্কেট ও দুইটি বাসভবনে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে আসছিলেন। এমন অভিযোগ পেয়ে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করতে গেলে ভবন ও মার্কেটের মালিক মো. মারুফ হোসেন আদালত ও পুলিশের উপস্থিত টেরপেয়ে নিজেই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে তাকে হাতে নাতে ধরে ফেলা হয়। পরে তাকে অবৈধ সংযোগের অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...