ব্রেকিং নিউজ
Home - অপরাধ - ভাণ্ডারিয়া পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগ

ভাণ্ডারিয়া পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগ

ভাণ্ডারিয়া প্রতিনিধি :
পিরোজপুরের ভাণ্ডারিয়ার আসন্ন পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগ উঠেছে। পৌর শহরের চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আহাদ মিয়ার( উটপাখি প্রতীক) বিরুদ্ধে প্রচারণায় আচরণবিধি লংঘনের অভিযোগ করেন, একই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী মো. আব্দুল কাদের হাওলাদার (পানির বোতল মার্কা)।
তিনি লিখিত অভিযোগে জানান, আগামী ১৭ জুলাই অনুষ্ঠিতব্য ভাণ্ডারিয়া পৌরসভার নির্বাচনে নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আহাদ মিয়া (উট পাখি মার্কা) তাকে ভোট দেয়ার অঙ্গীকার এর ভিত্তিতে ওই ওয়ার্ডের মল্লিক বাড়ির পারিবারিক রাস্তা নির্মানের উদ্যোগ নেন। এবং প্রার্থী আহাদ মিয়ার আপন ছোট ভাই মো. জিহাদ মিয়াকে দিয়ে ওই বাড়ীতে রাস্তা নির্মানের জন্য গত শনিবার এক ট্রাক বালু পাঠিয়ে রাস্তা নির্মাণ কাজ শুরু করেন।
বালু পরিবহনের ট্রাক চালক মহিদুল ইসলাম জানান, কাউন্সিলর প্রার্থী মো. আহাদ মিয়ার ভাই জিহাদ মিয়া বালু আনার জন্য ভাড়া করে ওই বাড়ি সরবরাহ করেন।
প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী মো. আব্দুল কাদের হাওলাদার বলেন, আহাদ মিয়া ভোট দেওয়ার শর্তে রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়ে নির্বাচনী আচরণ বিধি লংঘন করেছেন। তার প্রার্থীতা বাতিলের জন্য রিটানিং অফিসার বরাবরে তিনি অভিযোগ দাখিল করবেন বলে জানান। তবে তিনি মৌখিকভাবে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছেন।
তবে এ ব্যাপাওে অভিযুক্ত কাউন্সিলর প্রার্থী মো. আহাদ মিয়া ভোট পাওয়ার শর্তে রাস্তা নির্মাণের অভিযোগ অস্বীকার করে বলেন, ওই রাস্তা নির্মাণ কাজের সঙ্গে আমি জড়িত নই।
এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং অফিসার শেখ জাহিদুর রহমান জানান,কোন ভোটারকে নগদ অর্থ অথবা উপঢৌকন দেয়া নির্বাচন আচরণ বিধির পরিপন্থি। এ ব্যাপারে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। জেলা নির্বাচন অফিসার এর বরাবরে লিখিত অভিযোগ দাখিল করলে বিধি অনুযায়ী তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, আগামী ১৭ জুলাই ভাণ্ডারিয়া পৌরসভা নির্বাচন তারিখ নির্ধারণ করা হয়েছে। ২০১৫ সালে পৌরসভা গঠনের পর এবার এ পৌরসভায় প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে । নির্বাচনে মেয়র পদে তিনজন ও কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে মোট ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। নির্বাচনী প্রচারণায় পৌরশহওে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...