ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় ছাত্রলীগের ইফতার বিতরণ কর্মসূচিতে হামলা : ডিবি ওসিসহ আহত-৭ পৃথক দুই মামলায় গ্রেফতার-৪

মঠবাড়িয়ায় ছাত্রলীগের ইফতার বিতরণ কর্মসূচিতে হামলা : ডিবি ওসিসহ আহত-৭ পৃথক দুই মামলায় গ্রেফতার-৪

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় সদ্য ঘোষিত উপজেলা ও পৌর ছাত্রলীগের ইফতার সামগ্রী বিতরণের সময় হামলা-সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ডিবি পুলিশ পরিদর্শকসহ অন্তত সাত জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে শহরের কেন্দ্রীয় সমবায় ব্যাংক সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত ছাত্রলীগ নেতা শুভকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত ডিবি পুলিশ দক্ষিণের ওসি মো. আসলাম উদ্দিনসহ তিন ছাত্রলীগ কর্মীকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সদ্যঘোষিত কমিটি নিয়ে বিরোধের জের ধরে ছাত্রলীগের পদবঞ্চিতরা হামলা চালিয়ে ইফতার বিতরণ কর্মসূচি পণ্ড করতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানাগেছে।

এ ঘটনায় ডিবি পুলিশের এসআই জোতির্ময় বাদি হয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় ৩০জনকে আসামী ও অপরদিকে পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক শাওন বাদী হয়ে ১৭জনকে আসামী কওে মঠবাড়িয়া থানায় পুথক দুটি মামলা করেছেন। পুলিশ ঘটনার পর এজাহারভূক্ত ছাত্রলীগ কর্মী রেদোয়ান (২০), তুহিন (২০) রফিকুল ইসলাম (৩০) ও আল আমিন মাঝি কে গ্রেফতার করে আজ বুধবার দুপুরে আদালতে সোপর্দ করেছে।

এঘটনায় মঠবাড়িয়ায় ছাত্রলীগের বিবদমান দুই পক্ষে চরম উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে পৌর শহরে থানা পুলিশ, ডিবি পুলিশ ও র‌্যাবের টহল জোরদার করা হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে ও হামলায় জড়িতদের বিচার দাবি করে পৌর শহরের ব্যাংক পাড়া দলীয় কার্যালয় আজ বুধবার সকাল ১১ টায় সংবাদ সম্মেলন করেছে সদ্যঘোষিত কমিটির ছাত্রলীগ নেতা কর্মীরা। এসময় উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু ইউসুফ রায়হান লিখিত বক্তব্যে অভিযোগ করেন, পদবঞ্চিত উপজেলা ছাত্রলীগের একটি পক্ষ সদ্যঘোষিত কমিটির আয়োজনে মাসব্যাপী শ্রমজীবী, দুস্থদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচিতে হামলা চালায়। সংবাদ সম্মেলন শেষে পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদ্যঘোষিত উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান আকাশ ও পৌর ছাত্রলীগের আহবায়ক আহত নাজমুল ইসলাম মুন্না, যুগ্ম আহবায়ক আহত শাওন সহ শতাধিক ছাত্রলীগ নেতা-কর্মি।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার বলেন, ইফতার বিতরণের হামলার ঘটনায় ছাত্রলীগের পক্ষ থেকে একটি মামলা দায়ের হয়েছে। অপর দিকে ডিবি ওসি আসলাম উদ্দিন এর ওপর হামলার ঘটনায় ডিবির এসআই জ্যোতির্ময় বাদি হয়ে ১২ জন নামীয় ও অজ্ঞাত ৩০ জন আসামীর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...