ব্রেকিং নিউজ
Home - অপরাধ - ভাণ্ডারিয়ায় সড়কে আটকে কাউখালীর ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

ভাণ্ডারিয়ায় সড়কে আটকে কাউখালীর ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সড়কে বেরিকেড দিয়ে অজ্ঞাত একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মামুন হাওলাদার (৪৫)নামে এক ইউপি সদস্যকে নৃশংসভাবে হত্যা করেছে। দুর্বৃত্তরা হত্যা নিশ্চিত করে তার লাশ একটি কালভার্টের কাছে ফেলে ও বাম পা বিচ্ছিন্ন করে কালভার্টের নিচে ডোবায় ফেলে নির্বঘ্নে পালিয়ে যায়। নিহত মামুন হাওলাদার পাশ্ববর্তী কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। তিনি টানা দুইবার ইউপি সদস্য নির্বাচন হন।

আজ সোমবার সকাল সাড়ে দশটার দিকে ভাণ্ডারিয়ার উত্তর ভিটাবাড়িয়া গ্রামের আজহারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ২০০ গজ দুরে সড়কের একটি কালভার্টের কাছে ওই ইউপি সদস্য এ হত্যাকাণ্ডের শিকার হন। ভাণ্ডারিয়া থানা পুলিশ আজ সোমবার দুপুরে ঘটনাস্থল হতে তার লাশ উদ্ধার করে।
নিহত ইউপি সদস্য কাউখালী উপজেলার জোলাগাতি গ্রামের সাবেক ইউপি সদস্য মিহাজ উদ্দিন হাওলাদার এর ছেলে। সে তিন সন্তানের জনক।

থানা ও স্থানীয় সূত্রে জানাগেছে, ইউপি সদস্য মামুন সকালের নাস্তা সেরে বাড়ি থেকে বের হয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেল ( পিরোজপুর-হ-১১-৭৮০৮)যোগে শিয়ালকাঠি নিজ ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন । পখে কাপালীরহাট-মহসীনের চৌরাস্তা সড় দিয়ে যাওয়ার সময় সকাল সাড়ে দশটার দিকে ভাণ্ডারিয়ারি উত্তর ভিটাবাড়িয়া গ্রামের আজহারিয়া দাখিল মাদ্রাসার ২০০ গজ দুরে সড়কের একটি কালভার্টের কাছে সংঘবদ্ধ ৪/৫জনের একদল দুর্বৃত্ত মোটরসাইকেলযোগে এসে রাস্তায় গাছ ফেলে ইউপি সদস্য মানুন এর মোটসাইকেলের গতিরোধ করে। এসময় দুর্বৃত্তরা ধারালোলোঅস্ত্র দিয়ে কুপিয়ে প্রথমে তার বাম পা বিচ্ছিন্ন করে। এরপর শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা নিশ্চিত করে। দুর্বৃত্তরা তার বিচ্ছিন্ন বাম পা কালভার্টের নিচে ছুড়ে ফেলে দিয়ে লাশ সড়কে ফেলে নির্বিঘ্নে পালিয়ে যায়। এসময় নিহত ইউপ সদস্যের ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক ভিটাবাড়িয়া গ্রামের শহীদুল জোমাদ্দারের ছেলে সজল জোমাদ্দারকে মারধর করে আহত করে।

গ্রামবাসি সড়কের ওপর ইউপি সদস্যের রক্তাক্ত লাশ ও অজ্ঞান অবস্থায় মোটরসাইকেল চালককে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। দুপুরে ভাণ্ডারিয়া থানা পুলিশ ঘঁনস্থালে গিয়ে সড়ক ধেকে লাশ ও কালভার্টের নিচে ডোবা থেকে বিছিন্ন পা উদ্ধার করে।

নিহত ইউপি সদেস্যর পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে লাশ সনাক্ত করেন। পরিবারে এখন শোকের মাতম চলছে।

নিহত ইউপি সদস্যের শোকার্ত স্ত্রী নিলুফা বেগম বলেন, সকালে বাড়িতে নাস্তা সেওে প্রতিদিনের মতোন ইউনিয়ন পরিষদের উদ্দ্যেশে বের হন। এরপর শুনি তার লাশ পথে পড়ে আছে। যারা আমার স্বামীকে হত্যা করেছে তাদের বিচার চাই।

নিহত উইপ সদস্যের বড় ভাই আব্দুল খালেক হাওলাদার বলেন,আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে টানা দুইবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্রীক পুর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে দাবি করে বলেন,ভাই হত্যার দ্রুত বিচার চাই।
ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুমুর রহমান ঘটনা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের পক্ষ হতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া-ভাণ্ডারিয়া সার্কেল) মো. ইব্রাহিম দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, পুর্বশত্রুতার জের ধরে সংঘবদ্ধ সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। অজ্ঞাত দুর্বৃত্তদের খুঁজে দ্রুত গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...