ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ার বাদুরায় বেড়িবাধ নির্মাণ নিয়ে গ্রামবাসিদের হামলায় ৩ চীনা নাগরিকসহ ১৪জন আহত

মঠবাড়িয়ার বাদুরায় বেড়িবাধ নির্মাণ নিয়ে গ্রামবাসিদের হামলায় ৩ চীনা নাগরিকসহ ১৪জন আহত


মঠবাড়িয়া প্রতিনিধি 🔴🟢

পিরোজপুরের মঠবাড়িয়ায় বেড়িবাধ নির্মাণকে কেন্দ্র করে গ্রামবাসিদের হামলায় ৩ চায়না নাগরিকসহ তাদের ৯ জন ও স্থানীয় ৫জন সহ মোট ১৪ জন আহত হয়েছে। আহত অন্যরা চায়না প্রোজেক্টে কর্মরত শ্রমিক বলে জানা গেছে। হামলার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুইজনকে আটক করেছেন।
আজ রবিবার (০১মে) সকাল ৯টার দিকে উপজেলার বাদুরা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জেলার ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। আহত চীনা নাগরিকরা হলেন, মি. মাজোমো(৩১), স্যাব ডিওয় (২৭), এ ছাড়া স্থানীয় আহতরা হলেন- রুহুল আমীন (৩০), নজরুল শরীফ (২৫), শাহাদাৎ হোসেন (৩০), আজিজ মিয়া (৫৫), সোহাগ শরীফ (২১)।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া উপজেলার বাদুরা গ্রামে বেড়িবাধ নির্মান প্রকল্পের জন্য জমি অধিগ্রহণে জটিলতা দেয়। গস্খামবাসির চাহিদাকে প্রাধান্য না দিয়ে বেড়িবাধ নির্মান করায় এলাকাবাসী ক্ষুব্দ হয়ে নির্মাণ কাজে বাঁধা দেয়। এ নিয়ে ক্ষুব্ধ গ্রমবাসিরা সংঘবদ্ধ হয়ে নির্মাণ কাজে কর্মরত শ্রমিকদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১৪ আহত হয়।

স্থানীয় বাদুরা বাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, ওই বেঁড়িবাধ সংলগ্ন এলাকায় সোবাহান শরীফ মাদরাসা মাধ্যমিক বিদ্যালয় ও হাসানিয়া দাখল মাদরাসা য়েছে। বেঁড়িবাধে ওই শিক্ষা প্রতিষ্ঠান দু’টি ক্ষতিগ্রস্থ হওয়ায় স্থানীয়রা কাজে বাধা দেন। এতে প্রকল্পের লোকজন স্থানীয়দের উপর হামলা চালালে সংঘর্ষের ঘঁনা ঘটে।

ভাণ্ডাারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি জানান, আহত অবস্থায় ভাণ্ডারিয়া হাসপাতালে ৩ জন চায়না নাগরিক ও ৬ জন গস্খামবাসি জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছে। আহতদের মধ্যে ২ জন চীনা নাগরিকের হাতে ও পায়ে এবং ১ জনের মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। মো. বাহাদুর উকিল নামে একজন গস্খামবাসি হাসপাতালে ভর্তি আছেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল জানান, বেড়িবাধ নির্মাণের জন্য ভেকু মেশিন দিয়ে মাটি কাটতে গেলে এলাকাবাসী তাতে বাঁধা দেয়। এ সময় চায়না প্রোজক্টের শ্রমিকদের সাথে স্থানীয় লোকজনের সংঘর্ষ বাধে। এতে ৩ জন চায়না নাগরিক ও ৬ জন বাঙ্গালী শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ স্থানীয় বাদুরা গ্রামের বাদশা শরীফের ছেলে রায়হান শরীফ (২৮), আনোয়ার শরীফের ছেলে শফিকুল ইসলামকে (৩২) আটক করা হয়েছে। প্রকল্পের পক্ষ থেকে দেয়া অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...