ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় স্কুলের জমিতে ঘর উত্তোলন করে দখলের চেষ্টা

মঠবাড়িয়ায় স্কুলের জমিতে ঘর উত্তোলন করে দখলের চেষ্টা

মঠবাড়িয়া প্রতিনিধি 🔴🟢

পিরোজপুরের মঠবাড়িয়ায় সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জমিতে জোরপূর্বক ঘর তুলে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। পরে প্রশাসনের হস্তক্ষেপে ঘর উত্তোলন বন্ধ করে দেওয়া হয়। শুক্রবার সকালে শহরের সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভিতরে এ দখলের ঘটনা ঘটে। দখলদারের দাবি সংশ্লিষ্ট জমি তার পৈত্রিক ।

জানা গেছে, পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত প্রফুল্ল কুমার গয়ালীর ছেলে নয়ণ গয়াালীর সাথে স্কুলের জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এর জের ধরে আর শুক্রবার সকালে স্কুলের ঊত্তর পাশের জমি নয়ণ গয়ালী তার পৈত্রিক সম্পত্তি দাবি করে লোকবল নিয়ে জোরপূর্বক ঘর তুলে দখলের চেষ্টা চালায়। এসময় স্কুল কর্তৃপক্ষ উপজেলা প্রশাসনকে অবহিত করলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে ঘর তোলা বন্ধ করে দেন।

এ ব্যাপারে অভিযুক্ত দখলদার পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নয়ণ গয়ালী সংশ্লিষ্ট জমি তার পৈত্রিক সম্পত্তি দাবি করে বলেন, স্কুল কর্তৃপক্ষ গায়ের জোরে আমার জমি জবর দখল করে রেখেছে। আমি আমার সম্পত্তি ঊদ্ধারের চেষ্টা করছি।

মঠবাড়য়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ নুরুল ইসলাম বাদল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিরোধীয়ওই সম্পত্তির বিরোধ নিস্পোত্তি না হওয়া পর্যন্ত কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...