ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় প্রতিবন্ধী ছেলে ও মাকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেপ্তার

মঠবাড়িয়ায় প্রতিবন্ধী ছেলে ও মাকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেপ্তার

মঠবাড়িয়া প্রতিনিধি🔴🟢

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রতিবন্ধী ছেলে ও মাকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান (৫৫)কে পুলিশ গ্রেফতার করেচে। পুলিশ আজ রবিবার দুপুরে অভিযুক্তকে আদালতে সোপর্দ করেছে। এর আগে শনিবার দিনগত গভীর রাতে উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী প্রতিবন্ধী রবিউল ইসলাম ও তার মা নাছিমা বেগমকে কুপিয়ে গুরুতর জখম করে।
গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান মিঠাখালী গ্রামের মৃত গফুর আলী হাওলাদারের ছেলে।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের সোবাহান ফরাজির স্ত্রী নাছিমা বেগম গৃহস্থলী কাজের জন্য তাদের নিজ জমি থেকে মাটি কাটছিলেন। এসময় প্রতিবেশী প্রতিপক্ষ হাবিবুর রহমান ও তার পরিবারের লোকজন তাকে গালমন্দ করে। এক পর্যায় তাকে পাশাপশি মারধর করে। তার ডাক চিৎকারে তার প্রতিবন্ধী ছেলে রবিউল ইসলাম মাকে উদ্ধারে এগিয়ে আসলে হাবিবুর রহমান ও তার লোকজন পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে এলোপথারি কুপিয়ে মা-ছেলেকে গুরুতর জখম করে। এরপর ওই প্রতিবন্ধীর ঘওে হামলা চালিয়ে মালামাল তছনছ করে। স্থানীয়রা আহত মা ও ছেলেকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এঘটনায় আহত মা নাছিমা বেগম বাদি হয়ে প্রতিপক্ষ হাবিবুর রহমানকে প্রধান আসামী করে চার জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ নূরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার প্রধান আসামী হাবিবুর রহমান গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযুক্ত বাকি আসামীদের প্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...