ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় কৃষি দপ্তরে চুরি হওয়া টাকা উদ্ধার নিরাপত্তা প্রহরী গ্রেপ্তার

মঠবাড়িয়ায় কৃষি দপ্তরে চুরি হওয়া টাকা উদ্ধার নিরাপত্তা প্রহরী গ্রেপ্তার


মঠবাড়িয়া প্রতিনিধি 🔴🟢

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তার ফাইলকেবিনেটের ড্রয়ারে রক্ষিত ৬ লাখ ৬৭ হাজার টাকা চুরি হওয়ার পর উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত কৃষি অফিসের নিরাপত্তা প্রহরী ইব্রাহীম আকন (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নিরাপত্তা প্রহরী চুরির দায় স্বীকার করে পওে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সমুদয় অর্থ উদ্ধার করে পুলিশ। অভিযুক্ত নিরাপত্তা প্রহরীকে কারাগাওে পাঠিয়েছে আদালত।
গ্রেফতারকৃত নিরাপত্তা প্রহরী ইব্রাহীম আকন উপজেলার চরকখালী গ্রামের আবু জাফর আকনের ছেলে।
এদিকে গত ২৭ জানুয়ারি টাকা উদ্ধার ও মামলা হলেও রহস্য জনক কারনে স্থানীয় কৃষি অফিস বিষয়টি গোপন রাখে। তবে সোমবার রাতে উপজেলা কৃষি কর্মকর্তা মো. শওকত হোসেন তার দপ্তরে প্রেস ব্রিফিং করে চুরির ঘটনাটি সাংবাদিকদের অবহিত করেন। এসময় তিনি দাবি করেন,দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় বিষয়টি গোপন ছিলো।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৬ জানুয়ারী বিকেলে উপজেলা কৃষি অফিসের প্রধান সহকারি আরিফুল ইসলাম স্থানীয় সোনলী ব্যাংক থেকে ৭ লাখ টাকা উত্তোলন করেন। ওই টাকা থেকে ৯৪ হাজার টাকা ১০৫ জন কৃষককে প্রশিক্ষণ ভাতা বাবদ প্রদান করা হয়। বাকি টাকা কৃষি কর্মকর্তার কক্ষে ফাইল কেবিনেট এর ভিতরে রাখা হয়। পরের দিন সকালে ্য ড্রয়ার খুলে টাকা না পেয়ে পুলিশকে ঘটনাটি অবহিত করা হয়।
মঠবাড়িয়া থানার এসআই কাজী গোলাম সরোয়ার নিরাপত্তা প্রহরী ইব্রাহীম আকনকে সন্দেহভাজন হিসেবে আটক জিজ্ঞাসাবাদ করলে সে অফিসের চুরির বিষয়টি স্বীকার করে। পরে তার স্বীকারোক্তি মতে পৌর শহরের বহেরাতলা পরিত্যাক্ত একটি বীজাগারে লুকিয়ে রাখা ৬ লাখ ৬৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় কৃষি অফিসের প্রধান সহকারি আরিফুল ইসলাম বাদী হয়ে নিরাপত্তা প্রহরী ইব্রাহীম আকনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি মামলা করেছেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...