ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় যুবলীগ নেতার হাতের কব্জি কাটা মামলার আসামী টঙ্গী থেকে গ্রেপ্তার

মঠবাড়িয়ায় যুবলীগ নেতার হাতের কব্জি কাটা মামলার আসামী টঙ্গী থেকে গ্রেপ্তার

মঠবাড়িয়া প্রতিনিধি 🔴🟢

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউপি নির্বাচনে প্রচারণাকালে আওয়ামীলীগ প্রার্থীর কর্মী যুবলীগ নেতা মিজানুর রহমান বিপ্লব (৪০) এর হাতের কব্জি কুপিয়ে বিচ্ছিন্ন করার ঘটনায় অভিযুক্ত আসামী ফয়সাল বেপারী(১২২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজিপুর জেলার টঙ্গী থানা (পশ্চিম) এলকার বস্তি থেকে এজাহারভুক্ত পলাতক আসমী ফয়সাল বেপার কে টঙ্গী থানা পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করে বুধবার রাতে মঠবাড়িয়া থানায় হাজির করা হয়। পুলিশ আজ বৃহস্পতিবার গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। পুলিশ এ মামলায় এ পর্যন্ত ১০ আসামীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত ফয়সাল মঠবাড়িয়া উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের দুলাল বেপারীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ধানীসাফা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বিপ্লব গত ২২ ডিসেম্বর‘ ২১ রাত পৌনে ১০ টার দিকে ধানীসাফা ইউপি নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী হারুন অর রশিদ তালুকদারের নৌকা মার্কার প্রচারপত্র নিয়ে স্থানীয় আলগী বাজারে দলীয় কার্যালয়ের উদ্দেশ্যে যাচ্ছিল। স্থানীয় আলগী বাজার সংলগ্ন মসজিদের সামনে পৌঁছানো মাত্রই পূর্ব পরিকল্পনা অনুযায়ী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম এর সমর্থকরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে ফেলে রেখে যায়। এতে তার বাম হাতের কব্জি এবং ডান হাতের একটি আঙ্গুল প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া মাথা, পিঠ ও দুই হাতে ধারালো অস্ত্রের কোপে একাধিক জখম হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল হতে গুরুতর আহত বিপ্লবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক ওই রাতেই তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় গত ২৩ ডিসেম্বর রাতে আহত বিপ্লব এর ভাই মিল্টন মিয়া বাদি হয়ে মঠবাড়িয়া থানায় ৩২ জন নামীয় ও অজ্ঞাত ১৫ জনের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ নূরুল ইসলাম বাদল বলেন, গ্রেপ্তারকৃত ফয়সাল বেপারী আজ বৃহস্পতিবার দুপুরের আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামী গ্রেপ্তার পুলিশী অভিযান অব্যহত রয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...