ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় মেম্বর প্রার্থীর প্রচারণার মাইক ও গাড়ী ভাংচুর ॥ থানায় অভিযোগ

মঠবাড়িয়ায় মেম্বর প্রার্থীর প্রচারণার মাইক ও গাড়ী ভাংচুর ॥ থানায় অভিযোগ

মঠবাড়িয়া প্রতিনিধি 🔴🟢
পিরোজপুরের মঠবাড়িয়ায় আগামী ৫ জানুয়ারি ইউপি নির্বাচনে ৬ নং টিকিকাটা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মেম্বর প্রার্থী নাসির উদ্দিন হেলাল মৃধা (পানির পাম্প) এর প্রচার মাইক ও অটো রিক্সা ভাংচুর করেছে প্রতিদ্বন্ধি প্রার্থীরা। শুক্রবার রাতে ওই ওয়ার্ডের পাঁচশতকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি প্রতিদ্বন্ধি প্রার্থী শিলা সেলিম ( ক্রিকেট ব্যাট) ও নিরঞ্জন শিকারী (বৈদ্যুতিক পাখা) এর বিরুদ্ধে মঠবাড়িয়া থানা ও উপজেলা নির্বাচন অফিসার বরাবরে লিখিত অভিযোগ দেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে উপজেলার ৬ নং টিকিকাটা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মেম্বর প্রার্থী নাসির উদ্দিন হেলাল মৃধা (পানির পাম্প) ও তার সমর্থকরা শুক্রবার বিকেলে প্রচারণায় নামেন। সন্ধার পরে মাইক প্রচার অবস্থায় পাঁচশতকুড়া নাময় স্থানে এলে প্রতিদ্বন্ধি প্রার্থী শিলা সেলিম, নিরঞ্জন শিকারী ও তাদের লোকজন প্রচারম্যান সজিব (২৫) এবং পানির পাম্প প্রতীকের মেম্বর প্রার্থী নাসির উদ্দিন হেলাল মৃধার ওপর হামলা চালিয়ে প্রচার মাইক ও অটো রিক্সা ভাংচুর করে এবং নগদ টাকা ছিনিয়ে নেয়। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলা কারীরা পালিয়ে যায়। তবে অভিযুক্ত শিলা সেলিম ও নিরঞ্জন শিকারী এসকল অভিযোগ অস্বীকার করেন।
মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল লিখিত অভিযোগ সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...