ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় হত্যাচেষ্টা মামলার আসামীরা জামিনে এসে স্বাক্ষীদের ওপর হামলা

মঠবাড়িয়ায় হত্যাচেষ্টা মামলার আসামীরা জামিনে এসে স্বাক্ষীদের ওপর হামলা

মঠবাড়িয়া প্রতিনিধি 🔴:
পিরোজপুরের মঠবাড়িয়ায় হত্যাচেষ্টা মামলার আসামীরা জামিনে এসে পুণঃরায় ওই মামলার স্বাক্ষীদের ওপর হামলা চালিয়েছে। বৃহস্পতিবার উপজেলার মধ্য দেবত্র গ্রামে এ ঘটনা ঘটলে এলকায় আতংঙ্ক ছড়িয়ে পরে।
স্থানীয় বাসিন্দা মৃত. আঃ রব খানের ছেলে ও দাউদখালী ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার জাকির খান (৩৮) জনান, তার আপন বড় বোন রানী বেগম ও ভগ্নিপতি খলিলুর রহমান ফরায়েজ জমি পেয়ে একই বাড়িতে বসবাস করেন। তার পুরো সম্পত্তি ভোগ দখল করার জন্য আমাকে হত্যা বা মিথ্যা মামলায় জড়ানোর পরিকল্পণা করে। গত ২৫ সেপ্টেম্বর সন্ধায় ভগ্নিপতি খলিলুর রহমান (জামাই খলিল) ও তার সহযোগিরা আমাকে ও আমার স্ত্রী শাহানাজ পারভীকে ধারালো এলাপাথারী কুপিয়ে মৃত্যু ভেবে পালিয়ে যায়। এঘটনায় আমার শ^শুর বীর মুক্তিযোদ্ধা সেকান্দার আলী খান বাদি হয়ে খলিলুর রহমানসহ ৫ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা করেন। গত বুধবার আদালতে থেকে জামিন পেয়ে বৃহস্পতিবার সকালে এ মামলার স্বাক্ষী ইদামিন (১৬) কে রাম‘দা নিয়ে ধাওয়া করে এবং গুরুতর অবস্থায় আমাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করায় হাসান (১৪) কে বেধড়ক পেটায় ও গালাটিপে হত্যার চেষ্টা চালায়। এঘটনা পুলিশকে অবহিত করেননি কেন ? এমন প্রশ্নের জবারে তিনি ক্ষেভোর সাথে বলেন, আমাদের উপর্যপুরি কুপিয়েছে সে ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি এমনকি মামলার ২নং আসামী মহিলা হওয়ায় তাকে আটক করেও ছেড়ে দিয়েছে। জিডি করলে কি হবে ? তিনি প্রশাসনে উর্দ্ধতণ কর্মকর্তাদের হস্তক্ষেপ কমনা করেন।
এব্যাপারে অভিযুক্ত রানী বেগমের কাছে জানতে চাওয়া হলে তিনি কোন সদুত্তর না দিয়ে কৌশলে ভাইয়ের ওপর বিভিন্ন দোষ দিতে থাকেন।
স্থানীয় বাসিন্দারা জানান, জামাই খলিল শ্যালক জাকির খানকে দাবিয়ে রাখতে এলাকার বখাটে ও উশৃঙ্খল লোকদের সাথে সখ্যতা গড়ে তুলেছে। এখানে বড় ধরনের দূর্ঘটণা ঘটার আশংঙ্কা রয়েছে।
মঠবাড়িযা থানার ওসি মুহা. নুরুর ইসলাম বাদল বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...