ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পিরোজপুরে নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে বার্ষিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত

পিরোজপুরে নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে বার্ষিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত


পিরোজপুর প্রতিনিধি 🔴
পিরোজপুরে নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে বার্ষিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। ইউএসএইড এবং ইউকেএইড-এর আর্থিক সহায়তায় কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়নাধীন প্রোমোটিং এ্যাডভোকেসি এন্ড রাইটস (পার) কর্মসূচির আওতায় রূপান্তর সংস্থার আয়োজনে জেলা পর্যায়ে বার্ষিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার গোপাল কৃষ্ণ টাউন হলের সভা কক্ষে মিসেস মনিকা মন্ডল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো: জাকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন- মো: ইকবাল কবির,উপ-পরিচালক সমাজ সেবা অধিদ্প্তর, শোভন দাস পরিদর্শক জেলা শিক্ষা অফিস।
বভিন্নি উপজলো থকেে আগত প্লাটর্ফমরে সদস্যরা তাদরে শক্ষিা, অভজ্ঞিতা, র্সবোত্তম অনুশীলন, বাধা এবং কাটযি়ে ওঠার কৌশল ব্যাক্ত করে বাল্য বিবাহ হ্রাস এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আইন ও নীতিমালার সীমাবদ্ধতা সমূহ চিহ্নিত করণ এবং এ বিষয়গুলোর সমাধানের জন্য নীতি-নির্ধারকদের নিকট উত্থাপন করেন। তারা বলেন,বাল্যবিবাহ প্রদানকারী অভিভাবকদের শুধু বিচার করলে হবেনা, যারা বিবাহে আমন্ত্রণ খাবেন তাদেরকেও বিচার করতে হবে।
বক্তব্য রাখেন- মো: নুরুজ্জামান খোকন,অনিতা অধিকারী,মো: রুহুল আমীন,এ্যাডভোকট বাহাদুর হোসেন, শারমীন জাহান, মো: মহিবুল্লাহ, আ: সালাম বাতেন, , সাদউল্লাহ লিটন কাউন্সিলর পিরোজপুর পৌরসভা, আবু সুফিয়ান,খালিদ আবুর্ , মাহফুজা আক্তার মিলি, , সুরাইয়া আক্তার হেপী, খালেদা আক্তার হেনা প্রমুখ। সভায় সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন, মইনুল আহসান মুন্না নির্বাহী পরিচালক আরবিএফ, পিরোজপুর।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...