ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় আইনজীবীদের হেনস্তা ও হুমকির অভিযোগে কলেজ শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মঠবাড়িয়ায় আইনজীবীদের হেনস্তা ও হুমকির অভিযোগে কলেজ শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মঠবাড়িয়ায় প্রতিনিধি 🔻
পিরোজপুরের মঠবাড়িয়ায় আইনজীবীদের হুমকি ও অপদস্ত করার মামলায় ফারুক হোসেন নামে এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার আদেশ দিয়েছে আদালত। মঠবাড়িয়া আইনজীবী সমিতির পক্ষে অ্যাডভোকেট মো. ফজলুল হক বাদী হয়ে মঠবাড়িয়ার বিজ্ঞ জেষ্ঠ বিচারিক আদালতে আজ সোমবার মামলা দায়ের করলে আদালতের বিচারক মো. কামরুল আজাদ এ আদেশ দেন।
অভিযুক্ত কলেজ শিক্ষক মো. ফারুক হোসেন স্থানীয় ডা. রুস্তম আলী ফরাজী কলেজের প্রভাষক পদে কর্মরত রয়েছেন।

আদালতে বাদী তার অভিযোগে উল্লেখ করেন, স্থানীয় সংসদ সদস্যের কাছের লোক এ নাম ব্যবহার করে বিভিন্ন প্রকল্প, শালিসী ও থানার দালালি বানিজ্য করে আসছেন। বর্তমান অর্থ বছরে মঠবাড়িয়া পৌর শহরের বহেরাতলা হতে থানাপাড়া পর্যন্ত সড়কে সিসি ঢালাই রাস্তার কাজ ও ড্রেন নির্মানে এমপি মহোদয় অর্থ বরাদ্দ করান। অভিযুক্ত আসামী ফারুক হোসেন এমপি মহোদয়ের প্রতিনিধি হিসেবে সড়ক নির্মান কাজে সেসহ কিছু দুস্কৃতিকারী মিলে ওই কোর্ট ভবনের সম্মুখ সড়কের পাশে অবস্থিত আইনজীবী সমিতি ভবনের দেয়াল ভেঙ্গে আইনজীবীদের চেম্বার ও মালামাল সরিয়ে নেয়ার জন্য নির্দেশ প্রদান করেন। রাস্তা প্রশস্ত হবে এই কথা বলে এ নির্দেশ দেয় তারা। ফলে আইনজীবীরা জনস্বার্থে দুই দিরে মধ্যে চেম্বার ছেড়ে যেতে বাধ্য হয়। এতে আইনজীবীরা আদালতের কার্যক্রমে বিপাকে পরেন।

অপর দিকে আসামী নিজে দাড়িয়ে আইনজীবী ভবনের সামনের দেয়াল ভেঙ্গে তিন লাখ টাকার ক্ষতি সাধন করে। জনস্বার্থে আইনজীবীরা বিসয়টি মেনে নেয়। কিন্তু ওই সড়কের দুই পাশে থাকা পাকা ভবন ও দোকান ঘর মালিকের স্থাপনা অপসারণ না করে মোটা অংকের টাকা হাতিয়ে নেন। ফলে সিডিউল অনুযায়ী রাস্তা প্রসস্তকরণ বাধাগ্রস্থ হয়। অথচ আইনজীবী সমিতির দেয়াল ভেঙ্গে তাদের চেম্বার হতে নামিয়ে হয়রানী করে। এ নিয়ে ওই কলেজ শিক্ষককে আইনজীবীরা প্রশ্ন করলে ওই কলেজ শিক্ষক অশ্লীল ভাষায় আইনজীবীদের গালি গালাজ ও হুমকি দেন। এসময় মামলার বাদী আইনজীবী মো. ফজলুল হক জেলা বারের আইজীবীদের বিষয়টি অবহিত করতে গেলে ওই কলেজ শিক্ষক তার মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে প্রাণ নাশের হুমকি দেন।

এবিষয়ে অভিযুক্ত কলেজ শিক্ষক মো. ফারুক হোসেন তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, মামলায় যে অভিযোগ আনা হয়েছে তা বানোয়াট। বরং আইনজীবীরা আমার সাথে দুর্ব্যবহার করেছেন, আমাকে হুমকি দিয়েছে। আমিও পাল্টা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল বলেন, এবিষয়ে আদালতের নির্দেশনা হাতে পাইনি। হাতে পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...