ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পিরোজপুর বিভিন্ন মামলায় পলাতক ৯ আসামী গ্রেপ্তার

পিরোজপুর বিভিন্ন মামলায় পলাতক ৯ আসামী গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি 🔴

পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে স্থগিত ইউপি নির্বাচনকে ঘিরে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী ও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এবং তাদের সমর্থকদের মধ্যে শনিবার রাতে হামলা ও সহিংসতার ঘটনায় সদর থানায় দুই পক্ষের পৃথক দুই মামলা
এবং এর আগে কুমারখালী এলাকায় স্বেচ্ছাসেবকলীগ নেতাদের বাড়ি ভাংচুর, পৌর যুবলীগের সাধারণ সম্পাদকের উপর গুলি ও বোমা নিক্ষেপ সহ কয়েকটি মামলার পলাতক ৯ জন আসামীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। সোমবার রাতে পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো জাকির হোসেন লাবু (২৮), সোহান সরদার (২৮), হাসিবুর রহমান মিল্লাত (২৫), রুবেল শেখ (৩০), মিরাজ শেখ (৩০), আরাফত শেখ (৩৫), পারভেজ মাঝি (২৫), রুস্তুম মাঝি (৫২) ও সবুজ শেখ (২৬)।
পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো: মাসুদুজ্জামান জানান, পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে দফায় দফায় সংঘর্ঘের ঘটনায়, কুমারখালী এলাকায় স্বেচ্ছাসেবকলীগ নেতাদের বাড়ি ভাংচুর, পৌর যুবলীগের সাধারণ সম্পাদকের উপর গুলি ও বোমা নিক্ষেপ সহ কয়েকটি মামলার পলাতক ৯ জন আসামীদের সোমবার দিবাগত রাতে সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও এ সকল মামলার অন্য সকল আসামীদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার রাতে কদমতলা ইউপি চেয়ারম্যান মো: হানিফ খান ও তার সমর্থকদের ওপর প্রতিপক্ষ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ শিহাব উদ্দিনের সমর্থকরা হামলা সহিংসতা এবং কুপিয়ে হানিফকে গুরুতর জখম করে। হামলায় এসময় স্থানীয় আরও ৫ জন কর্মী আহত হয়। হামলা ও সহিংসতার ঘটনায় সদর থানায় দুই পক্ষের পৃথক দুই মামলায় মোট ১শ’ ৩৩ জনকে আসামী করে মামলা দায়ের হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...