ব্রেকিং নিউজ
Home - অপরাধ - কাউখালীতে দোকান খোলায় দুই দোকানীর দণ্ড

কাউখালীতে দোকান খোলায় দুই দোকানীর দণ্ড

কাউখালী প্রতিনিধি <>

দোকান খুলে জনসমাগম সৃষ্টি করায় পিরোজপুরের কাউখালীতে দুইজনকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সাপ্তাহিক হাটের দিনে শহরের দক্ষিণ বন্দরের ব্যবসায়ী মিজানুর রহমান ও বাহারুল খন্দকারকে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়।

সূত্র জানায়, শুক্রবার কাউখালী সদরে সাপ্তাহিক হাটের দিন ছিল। কিন্তু করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রশাসন জনসমাগম তৈরী না করার নির্দেশ জারি করেছে। এ অবস্থায় শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা হাট পরিদর্শন করেন। তিনি দেখতে পান দুই বেকারি মালিক দোকান খোলা রেখে লোক সমাগম ঘটাচ্ছেন। এ অবস্থায় পুলিশের সহযোগিতায় দুই দোকানীকে আটক করা হয় । পরে তাদের ভ্রাম্যমান আদালতে সাজা দেয়া হয়।

উপজেলা নির্বাাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা বলেন, ’করোনাভাইরাস বিষয়ে সচেতনতামূলক প্রচার প্রচারণা অব্যাহত রয়েছে। গণজমায়েত ও বিভিন্ন স্থানে আড্ডা, একাধিক লোক হাটাচলা না করার জন্য জনসাধারণকে অনুরোধ করা হচ্ছে । একাধিকবার সতর্ক করা হলেও দোকান খোলা রেখে লোকজনকে ভীড় করতে দেয়ার অপরাধে দক্ষিন বাজারে দুই বেকারী ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...