ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় ভ্রম্যমাণ আদালতের অভিযানে ৬ ব্যাবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মঠবাড়িয়ায় ভ্রম্যমাণ আদালতের অভিযানে ৬ ব্যাবসা প্রতিষ্ঠানকে জরিমানা

পিরোজপুরের মঠবাড়িয়ায় নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে আজ শনিবার মঠবাড়িয়া বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাস। এ সময় ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

করোনা ভাইরাসের আতঙ্কে মানুষ যখন জুবুথুবু তখন এক শ্রেণীর মুনফাখোর অসাধু ব্যাবসায়ীরা মানুষের নিত্য প্রয়জনীয় পন্যের দাম বৃদ্ধি করে ও কৃত্রিম সংকট সৃষ্টি করে ভোগান্তি বৃদ্ধি করছে। তাই এসকল লোভী ব্যাবসায়ীদের অসাধুতার বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান পরিচালিত হয়।

অভিযানের ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসর রিপন বিশ্বাস বলেন, “করোনা ভাইরাস আতঙ্ককে পুঁজি করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে চাল, পেঁয়াজ ও আলুসহ বিভিন্ন ভোগ্যপণ্যের মূল্য বৃদ্ধি করে দিয়েছে। তাই বাজার নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান পরিচালনা করা হয়। ভোগ্যপণ্য বাজার দাম নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।”

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...