ব্রেকিং নিউজ
Home - অপরাধ - কাউখালীতে ১১ জুয়ারির কারাদন্ড 🎲জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

কাউখালীতে ১১ জুয়ারির কারাদন্ড 🎲জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

কাউখালী প্রতিনিধি <>

পিরোজপুরের কাউখালীতে জুয়া খেলার অপরাধে ১১ জন জুয়ারিকে কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযুক্ত প্রত্যেক জুয়ারিকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
দন্ডিতরা হলেন, উপজেলার কেউন্দিয়া গ্রামের আহম্মেদ মৃধার ছেলে সেলিম মৃধা (৫৫), মানিক সরদারের ছেলে লুৎফর রহমান (৫৫), আজিজুর রহমানের ছেলে আতিকুর রহমান (৪৭), সাইদুল হক এর ছেলে রমিজ উদ্দন (৪৬), মো. আলতাফ উদ্দিনের ছেলে টিপু তালুকদার ৩৮), দেলোয়ার হোসেনের ছেলে মো. মিরাজ (৩৫), নজরুল ইসলাম এর ছেলে নাজমুল ইসলাম (৩৫), রফিক উদ্দিন এর ছেলে ফয়েজ উদ্দিন (৩৮), ছালেক তালুকদারের ছেলে মো. নাহিদ তালুকদার(৩০), সুলতান শেখের ছেলে হাফিজুর রহমান (৩৫), ও মোফাজ্জেল হক এর ছেলে এমদাদুল হক (৬৪) । দন্ডিতদের কারাগারে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানাগেছে, কাউখালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামএর নেতৃত্বে পুলিশ আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাদে জুয়ার সরঞ্জাম নিয়ে জুয়া খেলারত অবস্থায ১১ জন জুয়ারিকে আটক করে। এসময় জুয়ারিদের নিকট নিকট হতে নগদ টাকা, ে তাস, ১১টি মোবাইল ফোন, ৩ প্যাকেট সিগারেট ও ৫টি গ্যাস লাইট উদ্ধার করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন ভ্রাম্যমান আদালত বসিয়ে ১০ জুয়ারীকে ১ মাসের ও ১ জুয়ারীকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...