ব্রেকিং নিউজ
Home - অপরাধ - ভাণ্ডারিয়ায় রোগাক্রান্ত গরু জবাইয়ের চেষ্টা কসাইয়ের ১০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ

ভাণ্ডারিয়ায় রোগাক্রান্ত গরু জবাইয়ের চেষ্টা কসাইয়ের ১০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ

 

ভাণ্ডারিয়া প্রতিনিধি <>

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জলাতঙ্ক রোগে আক্রান্ত গরু জবাইয়ের প্রস্তুতকালে আব্দুল কুদ্দুস মোল্লা (৪০) নামে এক কসাইকে অর্থদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম অভিযুক্ত কসাইকে ১০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন।
দণ্ডিত কসাই আব্দুল কুদ্দুস মোল্লা শহরের জামিরতলা মহল্লার মো. ইউনুস মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে লোকজন বের হওয়ার পূর্বেই ভা-ারিয়া বাজারের কসাই খানায় মাংস বিক্রির জন্য কসাই আব্দুল কুদ্দস রোগাক্রান্ত একটি গরু জবাইয়ের প্রস্তুতি নেন। গরুটি জলাঙ্ক রোগে আক্রান্ত ছিল । স্থানীয়রা বিষয়টি তাৎক্ষনিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলমকে অবহিত করেন। তিনি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলামকে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরে থানা পুলিশ গরুসহ কসাই কুদ্দুসকে আটক করে । উপজেলা ভেটেরিনারী সার্জন সোমা সরকার গরুটি পরীক্ষা করে জলাতঙ্ক রোগে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমান আদালতের কাছে একটি অভিযোগপত্র দাখিল করেন। ভ্রাম্যমান আদালত পশু রোগ আইন ২০০৫ মোতাবেক উক্ত কসাইয়ের কাছ থেকে দশ হাজার টাকা জরিমানা আদায় করেন।
উপজেলা ভেটেরিনারি সার্জন সোমা সরকার বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ইনজেকশন পুষ করে রোগাক্রান্ত গরুটিকে মেরে ফেলে ৬ ফুট মাটির নীচে পুতে রাখা হয়। গরুটি আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা হলেও রোগের কারনে মুনাফালোভী কসাই গরুটি মাত্র বার হাজার টাকায় ক্রয় করে মাংস বাজারজাতের চেষ্টা চালিয়েছিল।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...