ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পিরোজপুরে ৩০৩ বোতল ফেন্সিডিলসহ ছাত্রলীগ নেতা স্কুল শিক্ষক ও তার সহযোগী গ্রেফতার-থানায় মামলা

পিরোজপুরে ৩০৩ বোতল ফেন্সিডিলসহ ছাত্রলীগ নেতা স্কুল শিক্ষক ও তার সহযোগী গ্রেফতার-থানায় মামলা

পিরোজপুর প্রতিনিধি <>
পিরোজপুরে ৩০৩ বোতল ফেন্সিডিল ও নগদ প্রায় ৫ লাখ টাকা সহ এক ছাত্রলীগ নেতা স্কুল শিক্ষক ও তার সহযোগীকে রবিবার রাত সাড়ে ১১টার দিকে থানা পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ওই স্কুল শিক্ষক মো. মশিউর রহমান খান শুভ (৩২)কে পৌর শহরের ২নং ওয়ার্ডের ঝাটকাঠী এলাকার নিজ বাসা থেকে থানা পুলিশ গ্রেফতার করেছে। এ সময় ওই বাসা থেকে তার সহযোগী সঞ্জয় কুমার বসু (২৮) কেও গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার কৃত মশিউর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের বড়জলা গ্রামের মৃত আশ্রাব আলীর পুত্র ও গ্রফতারকৃত সঞ্জয় পৌর শহরের ১নং ওয়ার্ডের আলমকাঠী এলাকার রনদেব কুমার বসুর পুত্র। মশিউর রহমান সরকারী সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের ছাত্রলীগ মনোনীত প্যানেলের নির্বাচিত সাবেক ক্রীড়া সম্পাদক ও বর্তমানে উপজেলার চিথলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
থানা পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, ওই ছাত্রলীগে নেতার পৌর এলাকার বসত বাড়িতে বসে ফেন্সিডিল বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো. আজাদের নেতৃত্বে ওই বাড়িতে অভিযান চালাই। এ সময় বাড়ির ভিতরের খাট ও আলমাড়ির ভিতর থেকে ৩০৩ বোতল ফেন্সিডিল ও ঘরের বিভিন্ন স্থানে তল্লাশী চালিয়ে মাদক ব্যবসার ৪ লক্ষ ৯৮ হাজার ৫৩০ টাকা উদ্ধার করা হয়। । এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে। এবং তাকে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ সূত্র জানান, আটক স্কুল শিক্ষক মশিউর রহমান শুভ দীর্ঘদিন ধরে শহরে ফেন্সিডিল বেচা-কেনা সহ সেবন করে আসছে। সে পিরোজপুরের সরকারী সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের ছাত্রলীগ মনোনীত প্যানেলের নির্বাচিত সাবেক ক্রীড়া সম্পাদক ও বর্তমানে উপজেলার চিথলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও সরকারী সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের জিএস এমডি মেজবা উদ্দিন সাবুর ভাই ।
উল্লেখ্য, গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শহরের বাইপাস এলাকার যুবউন্নয়ন প্রশিক্ষন কেন্দ্রের পশ্চিম পাশ থেকে ৭৯০ বোতল ফেন্সিডিল সহ একটি প্রাইভেট কার আটক করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...