ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় ৩৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ

মঠবাড়িয়ায় ৩৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ

মঠবাড়িয়া প্রতিনিধি <>

পিরোজপুরের মঠবাড়িয়ায়ায় এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সাপ্তাহিক হাটের দিনে দিনব্যাপী পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ^াসের নেতৃত্বে উপজেলা মৎস্য বিভাগ অভিযান চালিয়ে এ কারেন্ট জাল জব্দ করে। জব্দকৃত কারেন্ট জালের আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা বলে মৎস্য দপ্ত্র সূত্রে জানাগেছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, পৌর শহরের সাপ্তাহিক হাটে নিষিদ্ধ কারেন্ট জাল বাজারজাত করা হচ্ছিল। গোপনে সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালত শহরের মাছধরা জালের দোকানগুলোতে অভিযান চালায়। এসময় তন্নী স্টোর ও মেসার্স আলম ট্রেডার্স মালিক পক্ষ ভ্রাম্যমান আদালতের উপস্থিতিতি টের পেয়ে দোকানে তালা লাগিয়ে পালিয়ে যায়। পরে ভ্রাম্যমান আদালত বাজার কমিটিকে সঙ্গে নিয়ে তন্নী স্টোরের দোকান ও ওই স্টেরের কাপড়িয়া পট্টি তিনটি গোডাউনের তালা ভেঙ্গে প্রায় একলাখ মিটার কারেন্ট জাল জব্দ করে। যার আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা । অপরদিকে তন্নী স্টেরোরের মালিক মহসিন মিয়া পলাতক থাকায় জালের গোডাউনে তালা লাগিয়ে দেওয়া হয়। এর আগে শহরের মিরাজ হোসেনের দোকান থেকে ১৫ কেজি ও মেসার্স আলম ট্রেডার্স থেকে ২০ কেজি নিষিদ্ধ জাল জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় জাল ব্যবসায়ি মিরাজকে ১ হাজার টাকা জরিমানা ও মেসার্স আলম ট্রেডার্স এর মালিক পক্ষ পলাতক থাকায় তাকে ভ্রাম্যমান আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

শেষে জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জাল উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে বিনস্ট করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...