ব্রেকিং নিউজ
Home - অপরাধ - ভাণ্ডারিয়ায় নিহতের আঙ্গুলের ছাপে মিলল অজ্ঞাত গৃহবধূর লাশের পরিচয়

ভাণ্ডারিয়ায় নিহতের আঙ্গুলের ছাপে মিলল অজ্ঞাত গৃহবধূর লাশের পরিচয়

ভাণ্ডারিয়া প্রতিনিধি <>
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় খাড়কুটার গাদা থেকে উদ্ধারকৃত ত্রিশোর্ধ বয়সী অজ্ঞাত নারীর লাশের পরিচয় মিলেছে। উপজেলার মধ্য চড়াইল গ্রাম থেকে রবিবার বিকেলে ভাণ্ডারিয়া থানা পুলিশ অজ্ঞাত ওই নারীর লাশ উদ্ধারের পর পরিচয় নিয়ে বিপাকে পড়েন। পরে রাতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরা নিহত নারীর আঙ্গুলের ছাপ নিয়ে তার আসল পরিচয় বের করে। সেই সাথে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করা হতে পারে বলে পুলিশ ধারনা করছে। আজ সোমবার দুপুরে নিহত গৃহবধূর পরিবারের স্বজনরা ভা-ারিয়া থানায় উপস্থিত হয়ে মিনতির লাশ সনাক্ত করে।
ভাণ্ডারিয়া থানা সূত্রে জানাগেছে , নিহত ওই নারীর নাম মিনতি সিকদার। সে বরিশালের উজিরপুর উপজেলার সাতলা গ্রামের বিপুল সিকদারের স্ত্রী এবং একই গ্রামের কালিচরণ বিশ্বাসের মেয়ে । সে চার সন্তানের জননী। আজ সোমবার দুপুরে মিনতির পরিবারের সদস্যরা ভাণ্ডারিয়া থানায় উপস্থিত হয়ে তার লাশ সনাক্ত করে। নিহতের পরিবারের সদস্যদের দাবি মিনতি মানসিক ভারসাম্যহীন ছিল । ১৫ দিন পূর্বে সে বাড়ি থেকে নিখোঁজ হন।
উল্লেখ্য, ভাণ্ডারিয়া উপজেলার মধ্য চড়াইল গ্রামের লতিফ মোল্লার পরিত্যক্ত ঘরের মেঝেতে খড় কুটোর ওপর অজ্ঞাত নারীর রক্তাক্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ বিকেলে ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করে। এর পুলিশ তার পরিচয় উদঘাটনে রবিবার রাতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সহায়তা নেয়। তারা নিহতের আঙ্গুলের ছাপ (বায়োমেট্রিক) নিয়ে তার আসল পরিচয় বের করতে সক্ষম হন।

ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ এস,এম মাকসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে । এ ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...