ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় স্কুলের জমি দখলে বাঁধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় চার শিক্ষার্থী আহত

মঠবাড়িয়ায় স্কুলের জমি দখলে বাঁধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় চার শিক্ষার্থী আহত

মঠবাড়িয়া প্রতিনিধি >>
পিরোজপুরের মঠবাড়িয়ায় বিদ্যালয়ের জমি দখলে বাঁধা দেওয়ায় নিয়ে প্রতি পক্ষের হামলায় চার শিক্ষার্থী আহত হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার মিরুখালী সোবাহান শরীফ মাধ্যমীক বিদ্যালয়ের চার শিক্ষার্থীর ওপর এ হামলার ঘটনা ঘটে। স্কুলের জমিতে প্রতিপক্ষরা জোরপূর্বক পাকা স্থাপনা নির্মাণকালে স্কুল শিক্ষার্থীরা বাধা দিতে গেলে প্রিতিপক্ষদের হামলায় শিক্ষার্থী ফাতিমা আক্তার ৬ষ্ঠ শ্রেণি, মো. রুবেল শরীফ ১০ম শ্রেণি, জিয়াউল হক ১০ম শ্রেনি ও ৮ম শ্রেণির রিফাত আহত হয়। আহতদের স্কুল শিক্ষরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্কুল ও হাসপাতাল সূত্রে জানাগেছে, উপজেলার মিরুখালী সোবাহান শরীফ মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচ কাঠা জমি নিয়ে প্রতিপক্ষ বশির ফরাজির সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। সম্প্রতি ওই বিরোধীয় জমিতে প্রতিপক্ষরা পাকা পিলারের নির্মাণ কাজ শুরু করেন। পরে স্কুল কর্তৃপক্ষের আবেদনের ভিত্তিতে প্রশাসন কাজ বন্ধ করে দিয়ে লাল নিশানা দিয়ে রাখেন। পরে প্রতিপক্ষরা আজ শনিবার দুপুরে ওই বিরোধীয় জমিতে পুনরায় পাকা পিলারের স্থাপনার কাজ শুরু করলে স্কুলের শিক্ষার্থীরা বাধা দিলে দখলদার প্রতিপক্ষরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এসময় চার শিক্ষার্থী আহত হয়।

এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক বিধান চন্দ্র মিত্র জানান, স্কুল প্রতিষ্ঠা কালীন সময় ওই বিরোধীয় ৫কাঠা জমি প্রতিপক্ষদের সাথে এওয়াজ বদল করা হয়েছিল। বর্তমানে এটি সম্পুর্ণ স্কুলের সম্পত্তি এবং আদালতে মামলা চলমান আছে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. শওকাত আনোয়ার জানান, ঘটনা স্থলে পুলিশ রয়েছে। স্কুল শিক্ষার্থী আহতের বিষয় লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...