ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ার সাপলেজা মডেল হাই স্কুলের ল্যাব থেকে ১৭ ল্যাপটপ চুরি !

মঠবাড়িয়ার সাপলেজা মডেল হাই স্কুলের ল্যাব থেকে ১৭ ল্যাপটপ চুরি !

মঠবাড়িয়া প্রতিনিধি >

পিরোজপুরের মঠবাড়িয়ার সাপলেজা মডেল হাই স্কুলের কম্পিউটার ল্যাব থেকে রহস্যজনকভাবে ১টি প্রজেক্টরসহ ১৭টি সরকারি ল্যাপটপ চুরি হয়েছে।
বৃহস্পতিবার(১৭ জানুয়ারী) দিবাগত গভীর রাতে বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব রুম থেকে এসব কম্পিউটার চুরি হয়। এ ঘটনায় স্কুলের নৈশ প্রহরী সজিব গাইন কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

স্কুলের প্রধান শিক্ষক রাশেদ খান জানান, গত বৃহস্পতিবার রাতে স্কুলের দ্বিতল ভবনে অবস্থিত কম্পিউটার ল্যাবের দরজার তালা ভেঙ্গে একটি চোরের সংঘবদ্ধ দল ল্যাব রুমে প্রবেশ করে। পরে চোরের দল ল্যাব রুম থেকে এইচপি ব্রান্ডের ১৭টি ল্যাপটপ ও একটি প্রজেক্টর চুরি করে নিয়ে পালিয়ে যায়।

আজ( ১৮ জানুয়ারী) শুক্রবার সকালে স্কুলের শিক্ষকরা ল্যাব রুমের তালা ভাঙ্গা দেখতে পেয়ে থানায় খবর দেন।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ শওকাত আনোয়ার জানান, স্কুলের নৈশ প্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আশা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...