ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পিরোজপুরে সন্ত্রাসী হামলায় সিপিবি’র প্রার্থী ডা.তপন বসু আহত

পিরোজপুরে সন্ত্রাসী হামলায় সিপিবি’র প্রার্থী ডা.তপন বসু আহত

পিরোজপুর প্রতিনিধি :>>
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-স্বরুপকাঠী) আসনে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সিপিবি)’র মনোনীত প্রার্থী ডা. তপন বসু (৬৮) সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। আজ সোমবার রাত ৮টার দিকে শহরের ল’ইয়ার্স প্লাজায় তার নিজস্ব ডাক্তারী চেম্বারে এ হামলার শিকার হন বলে জানান, পিরোজপুর সদর থানার ওসি এস এম জিয়াউল হক। আহত অবস্থায় তিনি বর্তমানে পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহত ডা. তপন বসু জানান, নির্বাচনে প্রার্থী হওয়ার কারণেই তাকে কয়েক দিন যাবত বিভিন্ন হুমকি দেয়া হচ্ছিল এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যই তার উপর হামলা চালানো এ হয়েছে।
তবে স্থানীয়রা কেউ কেউ জানান, কোন তৃতীয় পক্ষ ডা. বসুর উপর হামলা করে দোষাটা সরকারী দলের নেতা-কর্মীদের উপরে চাপানো হচ্ছে।
পিরোজপুর সদর থানার ওসি এস এম জিয়াউল হক জানান, রাত ৮ টার দিকে শহরের পোষ্ট অফিস সড়কের ল’ইয়ার্স প্লাজার নিচ তলায় নির্বাচনে সিপিবি মনোনীত কাস্তে মার্কার প্রার্থী ডা. তপন বসু নিজস্ব চেম্বারে রোগী দেখছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্তরা চেম্বারে প্রবেশ করে হামলা চালিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে এবং এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, সিপিবি’র প্রার্থী ডা. তপন বসুর উপর হামলার নিন্দা জানিয়েছেন, পিরোজপুর-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন সম্পাদক এডভোকেট শ. ম. রেজাউল করিম। তিনি এ হামলার ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে বিচারের দাবী জানিয়েছেন।

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...